ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মা দিবসে মায়ের পা-ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি:- জীবনের প্রথম স্পর্শ মা। মা কে নিয়ে আবেগ আর ভালবাসা একটু বেশী৷ মায়ের প্রতি সম্মানে আরো উদ্ধুদ্ধ করতে মায়ের পা ধুয়ে সম্মান জানালেন স্কুল শিক্ষার্থীরা৷
রোববার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান জানান৷
মায়ের পায়ে ধুয়ে সম্মান জানাতে পেরে যেমনিভাবে শিক্ষার্থীরা খুশি হয়েছেন৷ অপরদিকে সন্তানের এমন ভালবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়টির সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মিম বলেন, মা কে অনেক ভালবাসি। তবে সে ভালবাসার কথা প্রকাশ করা হয়না। আজকে মায়ের পা ধুয়ে সে ভালবাসা প্রকাশ করতে পেরে খুব আনন্দ লাগছে। এ ধরনের শিক্ষা আগামীতেও মায়ের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা বাড়াবে।
সন্তানের হাতে এমন ভালবাসা পেয়ে বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সন্তানের হাতে এমন ভালবাসা পাব আজ কখনো ভাবিনি৷ নিজেকে গর্বিত মা মনে হচ্ছে আজ৷ আমি আজ অনেক বেশী খুশি ও আনন্দিত। দোয়া রইলো সকল সন্তানের জন্য।
স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, প্রতি বছরে আমরা মায়েদের নিয়ে মা মেলার আয়োজন করে থাকি৷ এবারো মায়েদের সম্মানার্থে আমরা সন্তানদের দ্বারা পা ধুয়ে একটি প্রোগ্রাম সম্পন্ন করেছি। মূলত মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে আর এমন আয়োজন করেছি৷

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |