ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে সাবেক ছাত্রলীগের নেতা শিপু আটক

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপুসহ ৬ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
শিপু গাংনী পৌর এলাকার উত্তর পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। এছাড়া যাদের পুলি হেফাজতে নেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন, রবিউল হক, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। এদের বাড়ি গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টা থেকে কয়েক ঘন্টা ব্যাপী শিপুর গাংনী উত্তর পাড়্স্থা অফিসে অভিযান পরিচালনা করে গাংনী থানা পুলিশ ও মেহেরপুর জেলা ডিবি পুলিশের দুটি দল। অভিযান শেষে রাত ১১ টার তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়, গাংনী উত্তরপাড়ায় সাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে এলাকার অনেক মানুষ জুয়া খেলার সাথে সম্পৃক্ত হয়েছে।জুয়া খেলার মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটিদল রাতে শিপুর ব্যাক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এসময় শিপুসহ কয়েকজন সেখানে অবস্থান করছিল। অভিযানে তাদের ব্যবহৃত ১৪ টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা নিরীক্ষা কওে রাত ১১ টার দিকে ৬ জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |