ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট -২০২২ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ, মেহেরপুর জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার স্বুর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ‘মাদক ছেড়ে খেলতে এসো, জীবনটাকে গড়ে তোলো’ এই শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদকসহ বিপদগামীতা থেকে ফিরিয়ে সুন্দর জীবন গড়তে খেলার আয়োজন করা হয়।
আজ শনিবার দিনব্যাপী গাংনী ফুটবল ঐতিহাসিক মাঠে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা থেকে ১২ টি ভলিবল দলের অংশগ্রহণে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় দৌলতপুরের সিরাজনগর ভলিবল দল গাংনীর সহড়াতলা প্রগতি লাঠিয়াল বাহিনী ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যাচ অব দ্য টুর্নামেন্ট হিসাবে (শ্রেষ্ঠ খেলোয়াড় মনোনীত হয় সিরাজনগর ভলিবল দলের কৌশিক ও সহড়াতলা দলের শান্ত ।
খেলায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মুন্তাছির জামান মুদুল এর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নজরুল ইসলাম, মনিরুজ্জামান মাষ্টার।
বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট খেলা পরিচালনা (রেফারী) করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রশিক্ষণ প্রাপÍ এ এস এম সায়েম পল্টু, ক্রীড়া শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন, মশিউর রহমান বাজু ও স্ট্যালিন। অফিসিয়াল স্কোরার ছিলেন, সাংবাদিক ও বিশিষ্ট খেলোয়াড় আমিরুল ইসলাম অল্ডাম, ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক সুলেরী আলভী ।
খেলায় গাংনী ভলিবল দল, রাজনগর, সিরাজনগর-১, সিরাজনগর-২,জামজামী-১, জামজামী-২, সহড়াতলা, হিন্দা অংশগ্রহন করেন।
খেলা শেষে বিজয়ী দলকে ক্রেষ্ট ও ৩০ হাজার টাকা নগদ প্রাইজ মানি ও বিজিত দলকে ক্রেষ্ট ও ২০ হাজার টাকার প্রাইজ মানি পুরস্কৃত করা হয়। একই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে বিজয়ী দলকে একটি ক্রিকেট সেট এবং বিজিত দলকে দুটি ভলিবল ও নেট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় খেলায় অংশগ্রহনকারী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলা ধুলা সকলের মধ্যে বন্ধুত্ব,সুসম্পর্ক তৈরী ও স্বাস্থ্য গঠনে সহায়ক হয়। খেলার সাথে জড়িত সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
নানা বয়সী নানা শ্রেণি পেশার হাজার হাজার দর্শক জনপ্রিয় ভলিবল খেলা উপভোগ করেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |