ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনী পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলার গাংনী পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ্।েআজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আহমেদ আলী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট , গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রিয়াজুল আলম, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান প্রসমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের ব্যব্স্থা নেয়া হবে। সকল ভোট কেন্দ্র পরিবেশ সুন্দর ও আইন শৃংখলা রক্ষায় অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে। ইভিএম সম্পর্কে সকলকে প্রথমেই ধারণা দেয়া হবে। তিনি সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে আহবান জানান।
এছাড়াও নির্বাচন নিয়ে অতিথিদেও কাছে নান প্রশ্ন তুলে বক্তব্য রাখেন,আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আহম্মেদ আলী, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম ,স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশের প্রার্থী আবু হুরাইরা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আতিয়ার রহমান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড প্রার্থী এনামুল হক, ও ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্রার্থী মানজিরা খাতুন প্রমুখ। এসময় পৌর নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ ,সাংবাদিকবৃন্দ, আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

You must be Logged in to post comment.

বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |