ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের মুজিবনগরে কৃষক সমাবেশ ও কৃষি মেলার উদ্বোধন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার গত ১৪ বছর ধরে কৃষিতে যে পরিমাণে নজরদারি করেছে আর প্রণোদনা দিয়েছে তা কৃষিতে বিপ্লব ঘটেছে। কৃষি আমাদের সমৃদ্ধের হাতিয়ার । বাংলাদেশ যে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এর পেছনে রয়েছে সবচেয়ে অড় অবদান কৃষির। তিনি আরও বলেন, কৃষিতে সরকার ব্যাপকভাবে গবেষনা করছে এবং গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন জাত তৈরী করছে। গবেষণার উপর সরকারের ব্যাপক ইনভেষ্টমেন্ট । কৃষি যাতে মানুষের কাছে আকর্ষনীয় হয় সেই জন্য কৃষিকে কিভাবে আরো সাবলীল করা যায় লঅভজনক করা যায় সেজন্য সরকার অনেকভাবে চিন্তাভাবনা করছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার দুপুরের দিকে মুজিবনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ ও ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বাধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তণ মহা পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শঙকর কুমার মজুমদার, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , কন্দাল ফসলউন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক উদ্যোক্তা ও জেলা কৃষি বিভাগের ১৪ টি স্টল রয়েছে। পরে মন্ত্রী মহোদয় কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে ফসল কর্তনের উদ্বোধন করেন।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |