ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে কোলড্রিংস ভেবে কীটনাশক পানে শিশুর মৃত্যু

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদরের ঝাউবাড়ীয়া গ্রামে কোলড্রিংস ভেবে কীটনাশক পান করে অবুঝ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শিশুর মরদেহ ঢাকা থেকে গ্রামে নিয়ে আসা হলে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে তার লাশ দাফন করা হয়। নিহত শিশু তাহসিন (৪) ঝাউবাড়ীয়া গ্রামের শাহজামাল খানের ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত শুক্রবার সকালে শাহজামাল একটি কোলড্রিংস এর বোতলে নিয়ে আসে। ক্ষেতে কীটনাশক ¯েপ্র করার করার জন্য নিয়ে আসে। মাঠে যাওয়ার আগেই ঘটে যায় বিপত্তি। শিশু সন্তান তাহসিন কোলড্রিংস ভেবে পান করে। ঘটনা জানাজানি হলে তাড়াতাড়ি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাক্তার অবস্থা খারাপ দেখে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। একদিন পর রোগির অবস্থা আশংকাজনক হলে কুষ্টিয়া থেকে ঢাকায় রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বিকেলে শিশুটি মারা যায়।
এব্যাপারে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান কোলড্রিংস ভেবে বিষপানে শিশুর মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |