ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে জঙ্গীবাদ ও মাদকাসক্তি বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সুজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জঙ্গীবাদ,মাদকাসক্তি বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো, জামিরুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জঙ্গীবাদ ও মাদকাসক্তি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

You must be Logged in to post comment.

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |