ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রেস ব্রিফিং এ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন অর্থ্যাৎ ‘ক’ শ্রেণির পরিবারের জন্য নির্মিত আশ্রয়ন -২ প্রকল্পের ৩য় পর্যায়ে ৮ হাজার ২১০ টি গৃহ ও ৪র্থ পর্যায়ে ১ম ধাপে ৩১ হাজার ১৫৫ টি গৃহ সর্বমোট ৩৯ হাজার ৩৬৫ টি গৃহ আগামী ২২ মার্চ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরই অংশ হিসেবে মেহেরপুরে সর্বমোট ১১৭ টি গৃহ মেহেরপুর সদর উপজেলায় ৬১ টি, গাংনী উপজেলায় ৪৭ টি এবং মুজিনগর উপজেলায় ৯টি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। সেই কারনে মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান মন্ত্রী কর্তৃক আশ্রয়ন -২ প্রকল্পের গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন, সম্প্রতি আমদহ ইউনিয়ন পরিষদেও নির্বাচন, মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি এবং আসন্ন রমজান মাসে বাজার স্থিতিশীল রাখা সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং এ সব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, গত ১৬ মার্চ মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নির্বাচন অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ম্যজিস্ট্রেট বৃন্দ ও আইন শৃ্খংলা বাহিনীর সদস্যবৃন্দ , নির্বাচনের প্রার্থীরা, সাংবাদিকবৃন্দ এবং নির্বাচন কমিশনের সবাই সহযোগিতা করেছেন এজন্য সকলকে তিনি ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবাইদুল্লাহ ও মুজিনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ম্যাজিস্ট্রেট সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |