ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে জেলা সাহিত্য মেলা-২০২২ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপর জেলা প্রতিনিধি : মেহেরপুরে জেলা সাহিত্য মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সং¯কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্য মেলার অংশ হিসাবে মেহেরপুরেও অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে মেহেরপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলা একাডেমির সমন্বয়েএবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দিন ব্যাপী জেলা সাহিত মেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সাহিত্য মেলায় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভাচ্যুয়ালি সংযুক্ত থেকে সাহিত্য মেলার শুভ উদ্বোধনী ঘোষনা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (অনুষ্ঠান) বাবলু মিয়া।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. মোঃ শরিফুল ইসলাম (ছদ্মনাম সায়মন জাকারিয়া)।
জেলা সাহিত্য মেলার অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মেহেরপুরের সিনিয়র এক্সিকি উটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রনি খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাংনীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব , অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শ্্িক্ষাাবিদ মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ ও আলোচনা করেন, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন , মেহেরপুর সরকারী মহিলা কলেজের (অবঃ) অধ্যাপক ড. গাজী রহমান ও প্রাবন্ধিক ও নাট্যকার শাশ্বত নিপ্পন।
অলোচক হিসাবে ছিলেন, মেহেরপুরের বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম ও মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্র্ক্টার (বাংলা) মৌসুম ঢালী ।
অনুষ্ঠানের ২য় পর্বে সাহিত্য পাঠ ও লেখক কর্মশালা আসরে সভাপতিত্ব করেন, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. মোঃ শরিফুল ইসলাম (ছদ্মনাম সায়মন জাকারিয়া)।অনুষ্ঠানের শেষ দিকে সাহিত্য পাঠ পর্বে মেহেরপুরের কবি সাহিত্যিকগন স্বরচিত কবিতা, ছড়া, কথাসাহিত্য, রম্যকথা ও গান পরিবেশন করেন।
বাংলা একাডেমির অনুবাদক কথাসাহিত্যিক (মেহেরপুরের কৃতি সন্তান) মোজাফ্ফর হোসেন এবং বাংলা একাডেমির উপ পরিচালক ড. মোঃ শরিফুল ইসলাম সাহিত্য সংস্কৃতি নিয়ে বিশদ পর্যালোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |