ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে নান্দিক পাঠাগার’র তিন মাসব্যাপি সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :  মেহেরপুরের গাংনীতে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে নান্দিক পাঠাগারের তিন মাসব্যাপি সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা শহরের প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল সংলগ্ন নান্দিক পাঠাগারের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসুচীর উদ্বোধন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত মুজিব শতবর্ষে,শত গ্রন্থাগারের ‘পড়ি বঙ্গবন্ধুর বই,সোনার মানুষ হই’শিরোনামে জাতির পিতার রচনা-পাঠ কর্মসূচি বিষয়ক বিশেষ কার্যক্রমে অংশ হিসাবে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দিক পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট ইসমত শিল্পী।
এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা ও কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী রাইসুল হক পবন,গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ও নান্দিক পাঠাগারের সাধারণ সম্পাদক জালাল আহমেদ,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর প্রতিনিধি জিএস সাজুসহ পাঠাগারের অন্যান্য সদস্য ও পাঠক-পাঠিকাবৃন্দ।
এদিকে নান্দিক পাঠাগার উদ্বোধন হওয়ায় বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য জাতীয় গন্থকেন্দ্রের উদ্যোগে সারাদেশে নির্বাচিত ১০০টি (প্রতিটি জেলা হতে কমপক্ষে ১টি বে-সরকারী গন্থাগারকে অর্ন্তভূক্ত করে) বেসরকারী গ্রন্থাগারের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসুচি বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মতি প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি পাঠক-পাঠিকাদের হাতে তুলে দেয়া হয়। গ্রন্থটির আলোকে তিন গ্রুপে রচনা প্রতিযোগিতার আয়োজন হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |