ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের জেলা কমিটি পূণঃ গঠন অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের জেলা কমিটি পূণর্গঠন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মেহেরপুরের আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র মউক কার্যালয়ের সভা কক্ষে সবার মতামতের উপর ভিত্তি করে মেহেরপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি পূণঃ গঠন করা হয়।
মানব উন্নয়ন কেন্দ্র মউক , নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের আয়োজনে মুক্ত আলোচনা ও প্রস্তাব সমর্থনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে সক্রিয় সদস্যদের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিস্ট সমাজ সেবক , মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সহ সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুরের বিশিষ্ট নারী নেত্রী শামীম আরা হীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র ,মউকের নির্বাহী প্রধান ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য সচিব এবং কেন্দ্রীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের অর্থ সম্পাদক মোহাঃ আশাদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদও উপজেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি আবুল হাশেম, গাংনী উপজেলা ফোরামের সভাপতি সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দীন, মুজিবনগর উপজেলা ফোরামের সভাপতি আজিমুল বারী প্রমুখ।
মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মেদের সঞ্চালনায় আলোচনা শেষে মেহেরপুরের বিশিষ্ট নারী সংগঠক সমাজ সেবী নারী নেত্রী শামীম আরা হীরাকে সভাপতি মনোনীত করা হয়। সহ সভাপতি হিসেবে শিক্ষিকা আলপনা ও আবুল হাশেমকে মনোনীত করা হয়। পরে সভাপতি ও সহ সভাপতিদ্বয় বসে পুর্নাঙ্গ কমিটির গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মানব উন্নয়ন কেন্দ্র মউক ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আলোচনা করেন ,মউকের নির্বাহী প্রধান মোহা. আশাদুজ্জামান সেলিম।অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |