ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের গণ-অনশন

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে সরকারের দেয়া সংখ্যালঘুদের স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহের দাবিতে সকাল সন্ধ্যা গণঅনশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গাংনী উপজেলা শহীদ মিনার পাদদেশে গণ অনশন অনুষ্ঠিত হয়।
ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, মানবাধিকারে সংগ্রাম চলছেই চলবেই। সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা শাখার আয়োজনে সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে গণ অনশনের আয়োজন করা হয়।
গণ অনশনে বিভিন্ন দাবি তুলে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশোক চন্দ্র বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকার অসম্প্রদায়িক সরকার , জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি যেমন সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,, বৈষম্য বিলোপ আইন প্রনয়নসহ নানা প্রতিশ্রুতি দিলেও অদ্যাবধি সেসব দাবি পূরণ করা হয়নি। তাই এসব দাবি অনতিবিলম্বে পূরণের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর র্কসূচি দেয়া হবে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |