ঢাকা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ ইং | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ছহিউদ্দীন বিশ্বাসের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা সভাপতি , সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা গভর্নর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গর্বিত পিতা মরহুম ছহিউদ্দীন বিশ্বাসের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মরহুমের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
আজ মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রী কলেজের উদ্যোগে ছহিউদ্দীন বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ছহিউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদেও সভাপতি ও ছহিউদ্দীন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর হাসানুজ্জামান মালেক।
এসময় বক্তব্য রাখেন ছহিউদ্দীন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক মো. এাসুদ রেজা, ড, মোহাম্মদ আলীবুদ্দীন প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা কওে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মরহুম ছহিউদ্দীন বিশ্বাসের প্রতিকৃতিতে আমন্ত্রিত অতিথি বৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

You must be Logged in to post comment.

আটোয়ারী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট সমুহে ৪৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন      |     বাক-প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত     |     পঞ্চগড়ের আটোয়ারী প্রাণী সম্পদ অফিস চাচার অফিসে ভাতিজার রাজত্ব     |     মেহেরপুরে ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসিনা প্রাইভেট হাসপাতাল মালিকের জেল-জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত     |     জীবন যেখানে যেমন ! জীবন জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও জেকের আলী ফেরী করে ঝাঁটা-বাড়–ন     |     মেহেরপুরের জয়পুর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু     |     পথশিশুদের সাথে ঝিকরগাছা স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল     |     নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!     |