ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : সরকারের উন্নয়ন কার্যক্রম জনসম্মুখে তুলে ধরার আহ্বানে মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন,সরকারী মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ।
এছাড়াও গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনির,ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেল সুপার মনির হোসেন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম জাহিদ হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায়, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় পর্যায়ক্রমে জেলা পরিবার পরিকল্প্না বিষয়ক সভা ও জেলা ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |