ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ

মঙ্গলবার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে সেভিয়া। তাতে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর থেকে বিদায় নিতে হলো ম্যানচেস্টার জায়ান্টদের। এর আগে গত সপ্তাহে নক আউট পর্বের শুরুতেই ছিটকে পড়েছিল লিভারপুল।

নক আউট পর্বের প্রথম লেগটা দেখেছিল গোলশূন্য ড্র। ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগটাও নিষ্ফলা লড়াইয়ের দিকে হাঁটছিল। কিন্তু চার মিনিটের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ। অঘটনের শিকার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল হোসে মরিনহোর দল।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই ঘুমপাড়ানি ফুটবল খেলছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগের ন্যায় এ ম্যাচটাও এগুচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকে। তাতে বাধ সাধলেন উইসাম বেন ইয়েডার। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে ৭৪ ও ৭৮ মিনিটে করেন দুই গোল। অথচ গোলমুখ খোলার মাত্র ৮৭ সেকেন্ড আগে বেঞ্চ থেকে উঠে এসেছিলেন ইয়েডার!

হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগও পেয়েছিলেন ‘বেনিবুট’ খ্যাত এ ফুটবলার। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি বেন ইয়েডার। তার শট ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক।

৮৪ মিনিটে রোমেলু লুকাকু সেভিয়াকে একটা গোল ফিরিয়ে দেন। তাতেই নড়েচড়ে বসেছিল ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি। আশায় ছিল দুর্দান্ত প্রত্যাবর্তনের। কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে আরো দুটি গোল দরকার ছিল ইউনাইটেডের। কিন্তু এদিন সেভিয়ার বিপক্ষে রূপকথার জন্ম দিতে পারেননি মরিনহোর ছাত্ররা।

ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল হিসেবে টিকিট পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমের ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে ইউরোপের বড় মঞ্চে ঠাঁই হয়েছিল মরিনহোর দলের। আক্ষেপ সুযোগটা কাজে লাগাতে পারল না ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবটি। কৌশলে নেতিবাচক হওয়ার চরম মূল্য এদিন দিতে হলো তাদের।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |