ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যমুনায় অবৈধভাবে মা ইলিশ শিকার, দুই জেলেকে জরিমানা

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:  প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এর আগে বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার যমুনার নিকরাইল ও গাবসারা  নদী এলাকায় মা ইলিশ নিধন রোধে অভিযান চালায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও গোবিন্দাসীর ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে যৌথ অভিযানে মা ইলিশসহ বিভিন্ন এলাকার ২ জেলেকে আটক এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, ঘাটাইল উপজেলার Av‡bnjv ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের  ছেলে জহির উদ্দিন ও কালিহাতী উপজেলার কালিয়া গ্রামের শাহীনের ছেলে মো. টুটুল। তাদের প্রত্যেকটি ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার অর্থদণ্ড ও অভিযানকালে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ২ জেলেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহত ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |