ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যশোরের খড়কী মাদক বিক্রি নিষেধ, মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা

যশোর অফিস: মাদক বিক্রি করতে বাধা নিষেধ করায় চিহ্নিত মাদক বিক্রেতারা চায়ের দোকান্দার রফিক শেখকে ডেকে নিয়ে মারপিট পূর্বক নগদ টাকা লুটসহ বাড়ি ঘর ভাংচুরের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোর শহরের খড়কী কলাবাগান পাড়ার ফায়েকের ছেলে রমজান,সাগর,মৃত নাজিরের ছেলে মোহন আলী ও মজু মিয়ার ছেলে কাশেমসহ অজ্ঞাতনামা ২/৩জন।
শহরের খড়কী পীরবাড়ির গোলাম নবী শেখের ছেলে রফিক মোল্যা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা পীর বাড়ির রফিক শেখের চায়ের দোকানের সামনে মাদক বিক্রি করায় তাদেরকে বাধা নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার গভীর রাত সোয়া ১ টায় উল্লেখিত আসামী ও তাদের অজ্ঞাতনামা সহযোগীরা রফিক শেখের বাড়ির সামনে এসে তার নাম ধরে ডাকাডাকি করে। রফিক শেখ বাইরে বের হওয়ার সাথে সাথে আসামীরা তার উপর আক্রমন চালিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করার এক পর্যায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ভাংচুরের এক পর্যায় নগদ ১০ হাজার ৫শ’ টাকা ও ৪ হাজার মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্বামীকে রক্ষা করতে স্ত্রী হাসিনা বেগম এলে তাকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |