ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যশোরে ধারের টাকা চাওয়ায় ছুরিকাঘাতের ঘটনায় মামলা

যশোর অফিস: কোম্পানীর টাকা ধার নেওয়ার পর চাকুরী ছেড়ে দিলে টাকা ফেরত চাইলে চিহ্নিত সন্ত্রাসীরা হাশেম আলী শেখ (৪৫)কে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। সদর উপজেলার গাইদগাছী গ্রামের বর্তমানে টাটা নিটল মোটরস ঢাকা রোড তালতলা মোড়স্থ শো’রুমের ফোরম্যান মৃত হাতেম আলীর ছেলে হাশেম আলী শেখ বাদি হয়ে ৩ সন্ত্রাসীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে,শহরের বারান্দীপাড়া সরদার পাড়ার মাঠপাড়ার ইনছানের ছেলে কোম্পানীর চালক সাদ্দাম হোসেন, গাইদগাছী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জনি ও বানিয়ার গাতি গ্রামের হায়দার আলীর ছেলে জাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জন।
ফোরম্যান হাশেম আলী শেখ বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, সাদ্দাম হোসেন ড্রাইভার কোম্পানী থেকে হাশেম আলী শেখের মাধ্যমে ২০ হাজার টাকা ধান নেন। টাকা নেওয়ার কিছুদিন পর সাদ্দাম হোসেন চাকুরী ছেড়ে দেন। চাকুরী ছেড়ে দেওয়ায় হাশেম আলী শেখ ধারের টাকা ফেরত চাইলে হুমকী দেয়। গত ১৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় সাদ্দাম হোসেনসহ তার সহযোগী আসামীরা হাশেম আলী শেখকে মারপিট শুরু করার এক পর্যায় ছুরিকাঘাত করে পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |