ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ঝিনাইদহের ৪২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এখন মামলার জালে বন্দি

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের ৬টি উপজেলার অন্তত ৪২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মামলার জালে জড়িয়ে পড়েছে। মামলার কারণে স্কুলের স্বাভাবিক কর্ম ব্যাহত হচ্ছে। শিক্ষকদের প্রায় হাজিরা দিতে আসতে হয় কোর্টে। অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদেরও ঘুরতে হয় কোর্টের বারান্দায়। অনেক স্কুলের শিক্ষকরা গাটির টাকা খরচ করে মামলা পরিচালনা করছেন এমন কথাও শোনা যায়। সুত্রমতে স্কুলের জমি নিয়ে বিরোধ, শিক্ষক ও পিয়ন কাম দপ্তরী নিয়োগ নিয়ে ৪২টি মামলা করা হয়েছে। স্কুলে জমি দানপত্র করে গেছেন পিতা। কিন্তু সন্তানরা বড় হয়ে জমি ফেরৎ চেয়ে একাধিক মামলা করেছেন। বংকিরা সরকারী প্রাইমারী স্কুলের জমি নিয়ে এমন ঘটনা ঘটেছে। হরিণাকুন্ডুর সুরুজপুর বেসরকারী প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন আনোয়ারুল ইসলাম বাদশা। তিনি স্কুলটির প্রতিষ্ঠাতা এবং শিক্ষক। গোপনে তাদের বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগ করা হয়। ইতিমধ্যে স্কুলটি সরকারী করণ করা হয়েছে। আনোয়ারুল ইসলাম আদালতে মামলা ঠুকে দিয়েছেন। কামারকুন্ডু প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের পদ নিয়ে মামলা করেছেন এক শিক্ষক। ঝিনাইদহ সদর উপজেলার কুশোবাড়িয়া প্রাইমারি স্কুলের পিয়ন কাম দপ্তরী নিয়োগ নিয়ে মামলা করা হয়েছে। শৈলকুপা পৌরসভা এলাকায় এক স্কুলে দুই প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছে। ঝিনাইদহ শহরের ইউকে ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালকের স্ত্রীসহ দুই মহিলার সরকারী প্রাইমারিতে চাকরী হলেও আনসার ভিডিপি সার্টিফিকেট জাল এই অজুহাতে তাকে যোগদান করতে দেওয়া হচ্ছে না। আদালত তার পক্ষে দুই বার রায় দিয়েছেন। কিন্তু দুই মহিলাকে যোগদান করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ উঠেছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে বলা হয়েছে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। এ ভাবে সারা জেলায় ৪২টি মামলা চলমান রয়েছে। মামলার ্েরক্ষিতে আদালতের জবাব দিতে দিতে হয়রান হচ্ছে শিক্ষা অফিসগুলো। সর্বশেষ রোববার স্কুল জাতীয়করণের দাবীতে কালীগঞ্জে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা ফিসের প্রধান সহকারী আইনাল হোসেন খবরের সত্যতা স্বীকার করে বলেন, সরকারী করণের একটি নীতিমালা আছে। তারপরও বিভিন্ন স্থানে জাতীয়কারণের দাবীতে মামলা হচ্ছে। রোববার আদালত থেকে মামলার বেশ কয়েকটি কাগজ পেয়েছি। আমরা আদালতে জবাব দেব বলেও তিনি জানান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আকতারুজ্জামান জানান, তিনি নতুন এসেছেন। তাই খোঁজ না নিয়ে কিছুই বলতে পারছেন না। ঝিনাইদহের সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, সারা জেলায় প্রায় ৪২টি মামলা চলমান আছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে আমরা যথযথ ভাবে আইন অনুসরণ করে যাচ্ছি।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |