ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে এক শহীদ পরিবারের সংবাদ সম্মেলন সম্পদ ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাবলুনাগ রংপুর সংবাদদাতা : আজ শনিবার সকালে রংপুরের একটি পত্রিকা অফিসে ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ দুর্গা দাস অধিকারীর পুত্র শহীদ পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২৪শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী তপন অধিকারীর বাবা দুর্গা দাস অধিকারী ও তার ১৪ বছরের ভাই উত্তম অধিকারীকে ধরে নিয়ে দহিগঞ্জ শ্মশানে গুলি করে হত্যা করে। লিখিত অভিযোগে আক্ষেপ করে উল্লেখ করেন স্বাধীনতার ৪৬ বছরেও এ পরিবারটি শহীদ পরিবারের স্বীকৃতি আর্থিক সহায়তা ও কোন সরকারী চাকুরীতেও সুযোগ পায়নি। তার বাবার রেখে যাওয়া ধাপ চিকলী ভাটা পাকার মাথার কাছে কিছু আবাদী জমি আছে যা সুযোগ সন্ধানী ভুমি খেকোরা বর্তমান বাজার মূল্যের প্রায় কোটি টাকার সম্পদ দখল নিয়ে আছে। এ শহীদ পরিবারই এ জমিগুলো উদ্ধারের ব্যাপারে রংপুরের প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পাননি। দিনের পর দিন জাল দলিল ভুয়া কাগজপত্র করে একের পর সম্পূর্ণ জমি দখল করে নেওয়ার অভিযোগ তুলেন। উক্ত জমিগুলো হল ধাপ চিকলী ভাটা এলাকায় খটখটিয়া নিবাসী আমিনুল ইসলাম, পিতা-আব্দুর রহিম জাল দলিল করে নেন। দলিল নং-১১০৬৭/৬৩, তারিখ-২১/০৩/৬৩ইং, জমির পরিমান-১ একর ৩২ শতক, ধাপ জেল নং-৪৯, খতিয়ান-৩২৯, দাগ-১১.৪৪ এ ৪ একর ৬৩ শতক এর মধ্যে ১ একর ১৯ শতক, দাগ- ১১৩৯/১২৪১ দাগে ২২ একর এর মধ্যে ১৩ একর মোট ১ একর ৩২ শতক যার দাতা দুর্গা দাস অধিকারী, পিতা- সুরেশ চন্দ্র অধিকারী, ধাপ ইঞ্জিনিয়ার পাড়া, থানা- কোতয়ালী, জেলা-রংপুর এবং দলিল গ্রহিতা মোঃ আমিনুর ইসলাম, পিতা-আব্দুর রহিম, খটখটিয়া দেখানো হয়েছে। উক্ত দলিল বুয়া জাল ও তঞ্চকীভাবে সৃষ্টি করা হয়েছে। প্রকৃতপক্ষে আমার শহীদ পিতা দুর্গা দাস অধিকারী দাতা হিসেবে কোন দলিল রেজিষ্ট্রি করে দেয়নি। উক্ত দলিলের বিষয়ে সাব-রেজিষ্ট্রি অফিস রংপুরে যাচাইয়ের জন্য আবেদন করা হলে উক্ত দপ্তরের স্মারক নং-১১৩৭, জে,ম তাং-৪/৮/২০১৬ইং সনে সদর সাব রেজিষ্টার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা মহাফেজ থানা রংপুর জানানন যে, ২৬/০৩/১৯৬৩ইং সনে ১১০৬৭নং দলিল খানা অত্র অফিসে যথারিতী রেজিষ্ট্রি হয়েছে যার দাতা শ্রী নগেন্দ্র চন্দ্র রায়। ২০১৩ইং সনে আমিনুর ইসলামের মৃত্যুতে তার স্ত্রী মোছাঃ নুরবানু, জয়-মৃত. আমিনুর ইসলাম, মোছাঃ রেহেনা বেগম, মোঃ দুলাল হোসেন, মোঃ বেলাল হোসেন, মোঃ হেলাল হোসেন, মোছাঃ আসমা বেগম, পিতা-মৃত. আমিনুর ইসলাম ১১৪৪ দাগে ৪.৬৬ একর জমির মদ্যে ১.১৯একর জমি নামজারী কেস নং ১৭৩৮/১৪-১৫, তাং-৩/১১/১৪ইং তারিখে খারিজ করা হয়েছিল। ২৯/১/১৫ইং তারিখে আমিনুর ইসলামের নামে রেকর্ড করে। এ ভ্যাপারে সেটেলমেন্টে নামজারী মামলা করা হয়, যাহা ইতিপূর্বে অবৈধভাবে ভুমি খেকোরা জমি দখল করে নিয়েছিল তারা অনেকেই এই সম্পত্তি জমি বিক্রিয়ও করেছেন। এ ব্যাপারে তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে তপন অধিকারী রংপুরের প্রশাসনের কোন সহযোগিতা পাননি, শহীদ পরিবারের সন্তান হিসেবে তাদের পৈতৃক সম্পত্তিগুলো সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে রংপুর এর বিভাগীয় কমিশনার, ডি.আই.জি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এই শহীদ পরিবারটিকে বাঁচাতে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাধীনতার এ মাসে তাদের সম্পদ জমি ও জীভন এর নিরাপত্তা বিধানে প্রশাসন এগিয়ে আসবেন বলে সুধীজন মনে করেন। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |