ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে এক শহীদ পরিবারের সংবাদ সম্মেলন সম্পদ ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাবলুনাগ রংপুর সংবাদদাতা : আজ শনিবার সকালে রংপুরের একটি পত্রিকা অফিসে ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে শহীদ দুর্গা দাস অধিকারীর পুত্র শহীদ পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২৪শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী তপন অধিকারীর বাবা দুর্গা দাস অধিকারী ও তার ১৪ বছরের ভাই উত্তম অধিকারীকে ধরে নিয়ে দহিগঞ্জ শ্মশানে গুলি করে হত্যা করে। লিখিত অভিযোগে আক্ষেপ করে উল্লেখ করেন স্বাধীনতার ৪৬ বছরেও এ পরিবারটি শহীদ পরিবারের স্বীকৃতি আর্থিক সহায়তা ও কোন সরকারী চাকুরীতেও সুযোগ পায়নি। তার বাবার রেখে যাওয়া ধাপ চিকলী ভাটা পাকার মাথার কাছে কিছু আবাদী জমি আছে যা সুযোগ সন্ধানী ভুমি খেকোরা বর্তমান বাজার মূল্যের প্রায় কোটি টাকার সম্পদ দখল নিয়ে আছে। এ শহীদ পরিবারই এ জমিগুলো উদ্ধারের ব্যাপারে রংপুরের প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পাননি। দিনের পর দিন জাল দলিল ভুয়া কাগজপত্র করে একের পর সম্পূর্ণ জমি দখল করে নেওয়ার অভিযোগ তুলেন। উক্ত জমিগুলো হল ধাপ চিকলী ভাটা এলাকায় খটখটিয়া নিবাসী আমিনুল ইসলাম, পিতা-আব্দুর রহিম জাল দলিল করে নেন। দলিল নং-১১০৬৭/৬৩, তারিখ-২১/০৩/৬৩ইং, জমির পরিমান-১ একর ৩২ শতক, ধাপ জেল নং-৪৯, খতিয়ান-৩২৯, দাগ-১১.৪৪ এ ৪ একর ৬৩ শতক এর মধ্যে ১ একর ১৯ শতক, দাগ- ১১৩৯/১২৪১ দাগে ২২ একর এর মধ্যে ১৩ একর মোট ১ একর ৩২ শতক যার দাতা দুর্গা দাস অধিকারী, পিতা- সুরেশ চন্দ্র অধিকারী, ধাপ ইঞ্জিনিয়ার পাড়া, থানা- কোতয়ালী, জেলা-রংপুর এবং দলিল গ্রহিতা মোঃ আমিনুর ইসলাম, পিতা-আব্দুর রহিম, খটখটিয়া দেখানো হয়েছে। উক্ত দলিল বুয়া জাল ও তঞ্চকীভাবে সৃষ্টি করা হয়েছে। প্রকৃতপক্ষে আমার শহীদ পিতা দুর্গা দাস অধিকারী দাতা হিসেবে কোন দলিল রেজিষ্ট্রি করে দেয়নি। উক্ত দলিলের বিষয়ে সাব-রেজিষ্ট্রি অফিস রংপুরে যাচাইয়ের জন্য আবেদন করা হলে উক্ত দপ্তরের স্মারক নং-১১৩৭, জে,ম তাং-৪/৮/২০১৬ইং সনে সদর সাব রেজিষ্টার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা মহাফেজ থানা রংপুর জানানন যে, ২৬/০৩/১৯৬৩ইং সনে ১১০৬৭নং দলিল খানা অত্র অফিসে যথারিতী রেজিষ্ট্রি হয়েছে যার দাতা শ্রী নগেন্দ্র চন্দ্র রায়। ২০১৩ইং সনে আমিনুর ইসলামের মৃত্যুতে তার স্ত্রী মোছাঃ নুরবানু, জয়-মৃত. আমিনুর ইসলাম, মোছাঃ রেহেনা বেগম, মোঃ দুলাল হোসেন, মোঃ বেলাল হোসেন, মোঃ হেলাল হোসেন, মোছাঃ আসমা বেগম, পিতা-মৃত. আমিনুর ইসলাম ১১৪৪ দাগে ৪.৬৬ একর জমির মদ্যে ১.১৯একর জমি নামজারী কেস নং ১৭৩৮/১৪-১৫, তাং-৩/১১/১৪ইং তারিখে খারিজ করা হয়েছিল। ২৯/১/১৫ইং তারিখে আমিনুর ইসলামের নামে রেকর্ড করে। এ ভ্যাপারে সেটেলমেন্টে নামজারী মামলা করা হয়, যাহা ইতিপূর্বে অবৈধভাবে ভুমি খেকোরা জমি দখল করে নিয়েছিল তারা অনেকেই এই সম্পত্তি জমি বিক্রিয়ও করেছেন। এ ব্যাপারে তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে তপন অধিকারী রংপুরের প্রশাসনের কোন সহযোগিতা পাননি, শহীদ পরিবারের সন্তান হিসেবে তাদের পৈতৃক সম্পত্তিগুলো সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে রংপুর এর বিভাগীয় কমিশনার, ডি.আই.জি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এই শহীদ পরিবারটিকে বাঁচাতে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাধীনতার এ মাসে তাদের সম্পদ জমি ও জীভন এর নিরাপত্তা বিধানে প্রশাসন এগিয়ে আসবেন বলে সুধীজন মনে করেন। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |