ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রহনপুর পৌরসভায় প্রার্থীদের নির্বাচনী প্রচারনা শুরু

মোঃ শহিদুল ইসলাম, গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় প্রতিক বরাদ্দের পর পরই প্রার্থীরা ভোট চাইতে নেমে পরেছেন। প্রার্থীগন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং দোয়া চাইছেন। রহনপুর পৌরসভার বিভিন্ন মহল্লা, হাট-বাজারে প্রার্থীদের ছবি ও প্রতিক সম্বলিত পোষ্টার শোভা পাচ্ছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, রহনপুর পৌরসভা নির্বাচন ২০২১ এবং গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত থেকে মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। মেয়র পদে ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর প্রার্থী রয়েছেন ৭জন। তারা হলেন, বিএনপি মনোনীত বর্তমান মেয়র তারিক আহমদ (ধানের শীষ), বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ^াস (নৌকা), ডা: মু: মফিজউদ্দিন (বিএনপি বিদ্রোহী-স্বতন্ত্র) নারিকেল গাছ, আশরাফুল হক (বিএনপি বিদ্রোহী-স্বতন্ত্র) জগ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোসা: জোহনা খাতুন (ডাব), মো: মতিউর রহমান খান (আওয়ামীলীগ বিদ্রোহী-স্বতন্ত্র) চামুচ ও মো: নুরে আলম সিদ্দিকী (আওয়ামীলীগ বিদ্রোহী-স্বতন্ত্র) মোবাইল ফোন। ১ জনের প্রার্থীতা প্রত্যাহারের পর সাধারণ আসনের কাউন্সিলর পদে রয়েছেন ৪২ জন। তন্মধ্যে ১নং ওয়ার্ডে-৫ জন, ২নং ওয়ার্ডে- ৪ জন, ৩নং ওয়ার্ডে- ৪ জন, ৪নং ওয়ার্ডে- ৬ জন, ৫নং ওয়ার্ডে- ৩ জন, ৬নং ওয়ার্ডে- ৭ জন, ৭নং ওয়ার্ডে- ৫ জন, ৮নং ওয়ার্ডে- ৩ জন ও ৯নং ওয়ার্ডে- ৫ জন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে রয়েছেন ১৭ জন তন্মধ্যে ১.২.৩নং ওয়ার্ডে- ৩ জন, ৪.৫.৬নং ওয়ার্ডে- ৮ জন ও ৭.৮.৯নং ওয়ার্ডে- ৬ জন। রহনপুর পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৭হাজার ৯৭। পুরুষ ১৩১৮৪ মহিলা ১৩৯১৩। ভোটকেন্দ্র ১১টি। উপজেলা নির্বাচন অফিসার আশা করেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামি ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে রহনপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |