ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

স্পোটস ডেক্স : লা লিগায় আজ মাঠে নামেছে চির প্রতিদন্ধী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আলাভেস। আবার বার্সেলোনার প্রতিপক্ষ জিরোনা। রিয়ালের ম্যাচটি বাংলাদেশ সময় সোয়া ৯টা আর বার্সেলোনার ম্যাচ পৌনে ২টায় শুরু হবে।

দুই প্রতিপক্ষ পয়েন্ট কিংবা মানের দিক দিয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে ঢেড় দুর্বল। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১৫ নম্বর স্থানে রয়েছে আলাভেস আর জিরোনা ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে লা লিগার আট নম্বর পজিশনে। জিরোনা ম্যাচের কথা ভেবে মেসিদের দলের ডিফেন্ডার জেরার পিকে যখন একা একা অনুশীলন করছেন, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের ম্যানেজার জিনেদিন জিদান ব্যস্ত গ্যারেথ বেলকে নিয়ে একের পর এক প্রশ্নের জবাব দিতে।

লা লিগায় এই মুহূর্তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পয়েন্টের ব্যবধান ১৪ পয়েন্টের। ২৪ রাউন্ডের পরে আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা  লা লিগার শীর্ষে, তখন ৪ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।

লা লিগায় কয়েক দিন আগেই লিগ তালিকায় চার নম্বরে চলে গিয়েছিল জিদানের রিয়াল। কিন্তু টানা চার ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে এসেছে রোনালদোরা। লেগানেসের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন জিদান। কিন্তু আলাভেসের বিপক্ষে তার দলে ফেরার সম্ভাবনা প্রবল। কার্ড সমস্যায় এই ম্যাচে জিদান পাবেন না তার রক্ষণের অন্যতম স্তম্ভ সের্জিও র‌্যামোসকে। তার জায়গায় খেলতে পারেন নাচো মনরিয়েল। এ ছাড়াও, মার্সেলো, টনি ক্রুজ, লুকা মদরিচরা রয়েছেন চোটের তালিকায়। তার উপরে ৬ মার্চ পিএসজির বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের। জিদান তাই বাড়তি ঝুঁকি নিতে নারাজ।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |