ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষকের দুই দিনের বেতন কর্তন !

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল-এর নৈমিত্তিক ছুটির আবেদন মঞ্জুর না করে হাজিরা খাতায় অনুপস্থিত লিখে দুই দিনের বেতন কর্তন করেছেন প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী। অপরদিকে কর্তনকৃত বেতনের অর্থ চেয়ে ১৩ জানুয়ারি ২০২২ তারিখে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করেছেন ওই মৌলভী শিক্ষক । এব্যাপারে মৌলভী শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, করোনাকালে গত ২০ ও ২১ আগস্ট ২০২১ তারিখে আমার এবং আমার সন্তানের প্রচন্ড জ্বর, সর্দি সহ কাশি থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নাই মর্মে ২২ আগস্ট ২০২১ তারিখে প্রধান শিক্ষক বরাবরে নৈমিত্তিক ছুটির আবেদন করি। পরবর্তী ২৯ নভেম্বর ২০২১ তারিখে আমার ভায়েরা ভাই’র বাবা হঠাৎ মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবরটি প্রধান শিক্ষককে জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। তিনি ফোন রিসিভ না করার কারণে সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান এড্হক কমিটির শিক্ষক প্রতিনিধি মুকুল চন্দ্র রায়কে অবগত করে দাফন কাজে শরীক হওয়ার জন্য দিনাজপুরে যাই। পরদিন ৩০ নভেম্বর ২০২১ তারিখে প্রধান শিক্ষক বরাবরে নৈমিত্তিক ছুটির আবেদন করি। উল্লেখিত ছুটির আবেদন মঞ্জুর না করে প্রধান শিক্ষক হাজিরা খাতায় অনুপস্থিত লিখেছেন এবং ওই দিনের বেতন কর্তন করেছেন। মৌলভী শিক্ষক আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার ৪জন সন্তান পড়ালেখা করছে। আমার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিষয় নিয়ে মাস্টার্স কোর্সে অধ্যায়নরত, দ্বিতীয় মেয়েটি দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে, তৃতীয় মেয়েটি ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যায়নরত এবং আমার ছোট ছেলেটি ঠাকুরগাঁও লাইফ লাইন কিন্ডার গার্টেন স্কুল এবং হিফজুল কুরআন মাদরাসায় পড়ালেখা করছে। সন্তানদের পড়ালেখার জন্য প্রতিমাসে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, যাহা আমার পক্ষে খুবই কষ্টসাধ্য। পর পর বিল কর্তনে আমি হতাশাগ্রস্থ। প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী বলেন, আমি যা করছি, সবই শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত বিধান মতে করছি। মৌলভী শিক্ষক নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন ঠিকই কিন্তু তিনি প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি মঞ্জুর করে নেননি। বিধানমতে ছুটি মঞ্জুর না হলে বেতন কর্তন করা স্বাভাবিক।(চলবে)

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |