ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর (শনিবার) দুপুরে ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের  ম্যানেজিং কমিটির সদস্য ও
থানা আওয়ামী লীগের সহ সভাপতি
   মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য রাম কৃষ্ণ বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য ও রুহিয়া গিন্নী দেবী মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক গোলাম মোস্তফা, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক আলহাজ্ব মোঃ এমদাদ আলী (সাবেক শিক্ষক আটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়),  মোঃ ইউনুস আলী (সাবেক শিক্ষক রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়), অভিভাবক আলহাজ্ব ইদ্রিস আলী, সফিরুল ইসলাম শফি , সিদ্দিকুর রহমান শানু, ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক দিয়ানর রহমান (সাবেক শিক্ষক আখানগর উচ্চ বিদ্যালয়), শিক্ষিকা ও সাবেক মহিলা ইউপি সদস্য মোছাঃ হালিমা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৯ সালে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১৩৯ জন ছাত্র/ছাত্রী। বৃত্তি পেয়েছে ৯৬ জন (টেলেন্টপুলে ২১ জন, সাধারণ গ্রেডে ৪৮ জন এবং বিশেষ গ্রেডে ২৭ জন)।
অনুষ্ঠান সঞ্চালায় ছিলেন, রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুলের শিক্ষক মহেশ্বর বর্মন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |