ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় করণের দাবীতে মানববন্ধন

মোঃ রেজাউলকরিম, লালমনিরহাট। লালমনিরহাট জেলা শাখার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে ২২ ফেব্রুয়ারী (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছেন জেলা শাখার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা।
এ সময় কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ জরিফা বেগম ফেন্সি, জেলা সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ এনামুল হক, সহ-সভাপতি আঃ কুদ্দুস, দপ্তর সম্পাদক জুলফিকার ইসলাম বাদশা, আদিতমারী উপজেলা সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, মোছাঃ আনোয়ারা বেগম, শামছুল হক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের ১৫১৯টি ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগণ সর্ব সাকুল্যে প্রধান শিক্ষক ২৫শ টাকা, সহকারী শিক্ষক ২৩শ টাকা ভাতা পান অথচ রেজিষ্ট্রেশন প্রাপ্ত মাদরাসা গুলোর শিক্ষকগণ ৩৪ বছর যাবৎ বেতন ভাতা হতে বঞ্চিত। যা এই দ্রব্যমূল্যের বাজাওে অমানবিক, শিক্ষকদের অবমাননা ছাড়া কিছুই না।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাইমারীর ন্যায় জাতীয় করণ করতে হবে। প্রাইমারীর শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীদের উপ-বৃত্তিসহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। মাদরাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদরাসা গুলোকে অবিলম্বে কোড নাম্বারে অর্ন্তভক্ত করতে হবে। প্রাইমারী শিক্ষকদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের পি,টি,আই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। প্রাইমারী শিক্ষকদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ৪র্থ শ্রেণীর কর্মচারীর পদ সৃষ্টি করতে হবে। প্রাইমারী শিক্ষকদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। প্রাইমারী শিক্ষকদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে ভৌত অবকাঠামো নিশ্চিত করতে হবে বক্তারা দাবীসমুহ জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |