ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে ১৯০ পরিবারকে নরিস বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। করোনা পরিস্থিতির প্রথম থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমেরিকার একটি সংগঠন “নরিস বাংলাদেশ”। তারা প্রবাসীদের কাছে ফান্ড কালেকশন করে দেশের অসহায় মানুষগুলোর ক্ষুধা নিবারণের জন্য ব্যয় করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ ৭ ই মে লালমনিরহাটে একটি বেদে পল্লীর ৬০ টি পরিবার এবং মহেন্দ্রনগরে ১৩০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তারা। প্রতিবছর তিস্তা নদী সহ কয়েকটি নদীর মাধ্যমে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। এর আগে তারা নীলফামারী সহ অনেক গুলো জেলায় তাদের এই কার্যক্রম পরিচালনা করেছেন। ঈদের আগে এমন উপহার সামগ্রী পেয়ে খুশি তারা। সালমা বেগম(৩৫) বলেন, “সামনে ঈদ, কামাই রোজগার নাই, ঈদের আগে যা পাইলাম ভালো হইলো আমাদের”।
নরিস বাংলাদেশ এর বাংলাদেশ প্রতিনিধি মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন, ” গতবছর থেকে নরিস বাংলাদেশ এর হয়ে বন্যা কবলিত এবং নদী ভাঙ্গা মানুষের জন্য কাজ করে যাচ্ছি, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই কাজগুলো করা আমাদের জন্য অনেক সহজ হবে। নরিস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী ফারিস ভূইয়া বলেন, ”
“দুঃসময়ে আমরা দূর থেকে “নরিস বাংলাদেশ” এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি । আসল কাজটি করা হচ্ছে আমাদের বাস্তবায়ন সহযোগী কিছু এনজিও এবং তৃনমুল স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যেমন জিসান ও তাঁর দল। তাদের অধ্যবসায়ে ও কঠোর পরিশ্রম ব্যাতীত, আমরা এই দূরদেশ থেকে শুধুমাত্র প্রার্থনা ছাড়া তেমন কিছুই করতে পারতাম না। দুঃস্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য এবং নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে প্রাধন্য দেবার জন্য আমরা এই সাহসী এবং সহানুভূতিশীল বাক্তিবর্গদের প্রতি চির কৃতজ্ঞ।”

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |