ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শরিফুল ইসলাম সাদ্দাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার ভোরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাবেরুল ইসলাম মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শরিফুল ইসলাম সাদ্দাম উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের আছির উদ্দিনে ছেলে।
এলাকাবাসী ও বিজেপি সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাত ৪টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১৫ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন গেন্দুগুড়ি সীমান্তের পিলার নং ৯০১ সংলগ্ন জিরো লাইন হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে মো. শরিফুল ইসলাম সাদ্দামসহ ৬-৭ জন গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বড় মরিচা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে শারীরিক নির্যাতন করে হাত-পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় তাকে ফেলে চলে যায়। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিএসএফকে জানিয়েছি, বিএসএফের পক্ষ থেকে এখনো তারা দায় স্বীকার করেনি। আসলে কিভাবে সে মারা গেল তার সঠিক কারণ আমরা জানার চেষ্টা করছি। বিকেলে বিএসএফের সাথে পতাকা বৈঠক রয়েছে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |