ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ল্যাব ওয়ানের উদ্যোগে ঠোঁট ও তালুকাটা রোগীর বিনামূল্যে অপারেশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এর উদ্যোগে ২দিনব্যাপি শিশু ও কিশোরদের ঠোঁট ও তালকাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প শুরু হচ্ছে মঙ্গলবার। আগামীকাল বুধবার এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস কর্তৃপক্ষ। এছাড়াও স্বল্প খরচে রাইনোপ্লাস্টি (বোঁচা নাক খাড়া), ব্লিফাবোপ্লাস্টি (চোখের পাতার চর্বি দূর করা), থ্রেড ফেস লিফট (ঝুলে যাওয়া ত্বকের জন্য), পুড়ে যাওয়া রোগীর ত্বকের পুনর্গঠন, অবাঞ্ছিত তিল, ফটোথেরাপি, ও ব্রণের চিকিৎসা, ডার্মাব্রেশন ও মাইক্রোডার্মাব্রেশন (ব্রণের দাগ ও সুক্ষ্ম বলি রেখা দূর করার জন্য), অগমেন্টেশন ম্যামোপ্লাস্টি (মহিলাদের ছোট স্তনকে সিলিকন ব্রেস্ট ইমপ্লান্টের মাধ্যমে বড় করা), রিডাকশন ম্যামোপ্লাস্টি (মহিলাদের বড় স্তনকে ছোট করে দেহের সাথে মানানসই আকার দেয়া), ম্যাস্টোপেক্সী ((মহিলাদের ঝুলে যাওয়া স্তনকে সঠিক স্থানে আপলিফট্ করা), লাইপোসাকশন (ছোট ছিদ্রের মাধ্যমে পেট, উরু, নিতম্ব, গলা ও হাতের অতিরিক্ত চর্বি দূর করা), পুরুষের বড় স্তন (গাইনোকোমাস্টিয়া) ছোট করা। হেয়ার ট্রান্সপ্লান্ট (টাক মাথায় প্রাকৃতিক ও স্থায়ী চুল লাগানো), বেডসোর এর চিকিৎসা, হাতের জোড়া আঙ্গুল আলাদা করা। আঘাতজনিত রোগ (দূর্ঘটনা বা আঘাতের পর যে কোন স্থানের পুনর্গঠন), ক্যান্সার বা টিউমার অপারেশনের পর সে স্থানের পুনর্গঠন করা ও মুখমন্ডলের যেকো জন্মগ্রত ক্রটি, ঠোঁট কাটা, কাটা কালু, বাড়তি আঙ্গুল এবং জোড়া আঙ্গুল আলাদা করা সেবা প্রদান করা হবে। এব্যাপারে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম (ডলার) বলেন, এলাকার দুঃস্থ অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে সেবা দেয়ার লক্ষে ২দিনব্যাপি শিশু ও কিশোরদের ঠোঁট ও তালকাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প করার উদ্যোগ নিয়েছি। যেসব শিশুদের ঠোঁট ও তালু কাটা থাকলেও অর্থের অভাবে অনেক অভিভাবকই সার্জারী করতে পারেন না। সেসব অভিভাবকদের সহায়তা করার জন্যই মূলত এই উদ্যোগ। ইতোপূর্বেও এমন ক্যাম্প করে শিশুদের সার্জারী করে দেয়া হয়েছে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এর উদ্যোগে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |