ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে জমিজমা নিয়ে মারধরের ঘটনায় আহত ৩ থানায় অভিযোগ

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামে জমিজমার বিরোধের জের ধরে ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মারধরে ৩ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় দবুর শেখ(৪৫), অবুর শেখ (৩৫), হাতেম আলী (৩০), বারিক (৩৫), জোসনা বিবি (৩২), বানিয়া বেগম (২৩), মর্জিনা খাতুন (২৮) ও ফিরোজ হোসেন (১৮) এর বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে খয়বর আলীর সাথে এই গ্রামের মৃত কেশমত শেখের ছেলে দবুর শেখ ও অবুর শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে গ্রামের মাতব্বরগণ সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে তাদের জায়গা নির্ধারণ করে দিয়ে চলে যায়। তার কিছুক্ষন পর দবুর শেখ ও অবুর শেখ খয়বর কে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে দবুর ও অবুর সহ উল্লেখিত ব্যক্তিরা বাড়ির ভিতরে এসে দেশীয় অস্ত্র দিয়ে খয়বরের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় খয়বরের স্ত্রী ও ছেলে বাধা দিলে তাদেরকেও এলোপাথারীভাবে লাঠি দিয়ে মারতে থাকে। লাঠির আঘাতে খয়বরের স্ত্রী ফুলেরা খাতুন মাটিতে পড়ে গেলে বুক ও তলপেটে লাথি ও ঘুষি মারতে থাকে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই খয়বরের ছেলে ফুল মিয়া বাদি উল্লেখিতদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |