ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় থানায় অভিযোগ ১ মাস পার হলেও কোন ব্যবস্থা না নেয়ায় সংবাদ সম্মেলন

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও ব্যঙ্গমূলক ভাষা প্রয়োগ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করায় গত ১ মাস আগে বাবুল আহম্মেদ নামের এক ব্যাক্তি বাদি হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ১ মাস অতিবাহিত হলেও পুলিশের পক্ষ থেকে কোন আইনি ব্যবস্থা না নেয়ায় অভিযোগকারীর প্রান সংশয়ে রয়েছে। এ ঘটনায় ১৯ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল আহম্মেদ বলেন, গত ১৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সুলতান মাহমুদ তার নামীয় টিকটক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটুক্তিমুলক অশ্লীল ভাষা ব্যবহার করে ভিডিও তৈরী করে পোস্ট দেয়। বিষয়টি আমি দেখতে পেয়ে সুলতান মাহমুদকে ভিডিওটি মুছে ফেলতে বললে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট ও প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে। এ ঘটনায় আমি এলাকার কয়েকজন সচেতন ব্যক্তিকে অবগত করে ওই সুলতান মাহমুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ওইদিন রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। শেরপুর থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য অভিযুক্ত সুলতান মাহমুদ বিভিন্নভাবে আমাকে হুমকী-ধামকী দিয়ে আসছে। অপরদিকে থানায় অভিযোগ দেয়ার ১ মাস অতিবাহিত হলেও থানা পুলিশ অজ্ঞাতকারণে সুলতান মাহমুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেন নি। এতে কটুক্তিকারী বীরদর্পে এলাকায় নানাবিধ অপপ্রচার চালিয়ে আসছে। পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সুবিচার, প্রাণ সংশয় ও নিরাপত্তা হীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ভাষায় ভিডিও তৈরীকারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
এ ব্যাপারে কটুক্তিকারী সুলতান মাহমুদ বলেন, আমার টিকটক আইডি হ্যাক করে অন্য কেউ ওই ভিডিও ছেড়েছে। ওই ঘটনায় থানায় অভিযোগ হলে ওসি সাহেব আমাকে ডেকে নিয়ে সতর্ক করে দিয়েছে।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহাদৎ হোসেন বলেন, সুলতান মাহমুদ ওরফে লিটন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ ভাষা প্রয়োগ করে টিকটকে যে বক্তব্য দিয়েছে তা অত্যন্ত অপমান জনক। আমি প্রশাসনের কাছে তার চুরান্ত শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযুক্ত আমার কাছে ক্ষমা চাওয়ায় থানার ওসি সাহেবকে ব্যবস্থা না নিতে অনুরোধ করেছিলাম। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির দায়ে থানায় অভিযোগ দায়েরের পরেও এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় অতি দ্রুত মামলা দায়ের করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ দিয়েছে কিনা খুজে দেখতে হবে।

You must be Logged in to post comment.

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |