ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত রাজৈর উপজেলা নির্বাচনের প্রার্থীরা, দিচ্ছেন পাল্টাপাল্টি অভিযোগ

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: আগামী ২৭ জানুয়ারী মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রেজাউল করিম শাহীন চৌধুরী এবং তার প্রতিদ্বন্দ্বীতা করছেন আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী মহসীন মিয়া। যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সাধারন ভোটরদের দাবী সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন। এ ব্যাপারে সকল প্রস্তুতি শেষ করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

সরজমিন ঘুরে স্থানীদের সাথে কথা বলে জানা গেছে, এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করায় উপজেলা জুড়ে টানটান উত্তেজনা রয়েছে। হাট-বাজার, পাড়া-মহল্লা ও প্রতিটি গ্রামে বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে চালাচ্ছেন জমজমাট প্রচার প্রচারণা। সাধারণ ভোটারদের মন জয় করার জন্য তাদের দ্বারে দ্বারে ছুটছেন দুটি গ্রুপের সমর্থকরা। সভা সমাবেশ উঠান বৈঠকসহ সব ধরনের প্রচারণাই করছেন প্রার্থীরা। এদিকে উপজেলায় প্রকাশ্যে আ.লীগের দুইটি গ্রুপ থাকায় মাঠ পর্যায়ের নেতা কর্মীরা দ্বিধাবিভক্ততে রয়েছেন। উভয় পক্ষের সমর্থকেরাও রয়েছে মারমুখী অবস্থানে। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহীন চৌধুরী অভিযোগ করে বলেন, বদরপাশা-গোপালগঞ্জের মোড়ে আমার প্রচারণা ক্যাম্পে থাকা প্রধানমন্ত্রীর ছবিসহ নৌকা পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এ বিষয়ে থানায় জানানো হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

স্বতন্ত্র প্রার্থী হাজী মহসীন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেরাই তাদের একটি ক্যাম্পে আগুন দিয়ে নৌকাসহ পোস্টার ফেস্টুন পুড়িয়েছে। তারা ভাবতেছে আমাদের যে নেতাকর্মী ও সমর্থকরা প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের হয়রানীমূলক মামলা দিয়ে মাঠ থেকে সরিয়ে দেবে এবং মাঠ দখল করবে।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এই নির্বাচনে ৬৪টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ৮২ হাজার ২শ ১০ জন ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ জুলাই ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়া। এরপর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |