ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় জন্ম নিবন্ধনের ফর্মে সাক্ষর আনতে যেয়ে মেম্বর কর্তৃক ধর্ষণের স্বীকার কিশোরী 

মনিরুজ্জামান সুমনঃ রক্ষক যখন ভক্ষক, নাগরিকত্ব চাওয়া তখন সম্ভ্রমহানির কারণ! ঝিনাইদহের শৈলকূপায় জন্ম নিবন্ধনের ফর্মে সাক্ষর নিতে যেয়ে আনোয়ার হোসেন নামে এক মেম্বার কর্তৃক  তুলি (১৬) নামে ( ছদ্মনাম) এক কিশোরী ধর্ষণের স্বীকার হয়েছে। মেয়েটি এবার এস এসসি পরীক্ষা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। আনোয়ার হোসেন সারুটিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর ও কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে। এঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর গ্রামের দিনমজুর কফিল উদ্দিন শেখের বড় মেয়ে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া তুলি (ছদ্মনাম ) তার জন্ম নিবন্ধনের ফর্মে সাক্ষর আনতে যায় কাতলাগাড়ী বাজারে আনোয়ার মেম্বারের বাসায়। ফাকা বাসায় তুলিকে পেয়ে জোড় পুর্বক টেনে হিছড়ে তিন তলায় নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে বিষয়টা কাউকে না জানাতে বলে এবং বললে তাকে  হত্যার হুমকি দেয় ধর্ষক  আনোয়ার। তুলি ( ছদ্মনাম) বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে তার পিতা -মাতাকে সব খুলে বলে। বিষয়টি জানা জানি হলে আনোয়ার মেম্বার আপোষ  মিমাংসার চেষ্টা করে। ভিক্টিমের পরিবার এতে রাজি না হওয়ায় তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরিবারটি এখন অসহায়, সম্ভ্রমহানীর সাথে জীবন হারানোর ভয়ে আতংকিত। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শুক্রবার শৈলকূপা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৬- তাং ১১-১০-২২ ইং। মামলা দায়েরের পর থেকে গা ঢাকা দিয়েছে আনোয়ার মেম্বার।
শৈলকূপা থানার তদন্ত ( ওসি) ঠাকুর কুমার দাস বলেন,ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।ভিকটিমকে উদ্ধার করে সাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানায়, আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

You must be Logged in to post comment.

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |