ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় রাতের আধারে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা জরিমান

মনিরুজ্জামান সুমন: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় জমির মালিক ও মাটি ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন বলেন, গোবিন্দপুর গ্রামে কৃুষিজমি থেকে অবাদে রাতের আধারে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। যেকারনে রাস্তা-ঘাট ও ব্রীজ ভেঙে যাচ্ছে, এমন অভিযোগ করেন গ্রামবাসী। গ্রামবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে শৈলকুপা থানা পুলিশের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় মাটি ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ঠ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জমির মালিক কামিরুল কে ৫০ হাজার টাকা ও মাটি ব্যবসায়ী শহিদুল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানায়, শৈলকুপার কোথাও অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |