ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে শিশু ছাত্রকে বলাৎকারের   মামলায় মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফয়জুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকার(ধর্ষণ) করায় অভিযোগে অভিযুক্ত  কর্মরত আবাসিক  শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সুত্রে জানা যায় যে, ধাপেরহাট ফয়জুল উলুম হাফিজিয়া মাদ্রাসার আবাসিক (শিক্ষক) হুজুর হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ  গত ১৫ জুলাই/২২ রাত্রি ১০ টায় শিশু  ছাত্রকে  তার বেড রুমে ডেকে নিয়ে  মোবাইলে আপত্তি কর ছবি দেখে ভয় ভীতি প্রদর্শন করে (ধর্ষণ) বলাৎকার করে।
হুজুরের কাম লালসার শিকার শিশু (৯) হাসান পাড়া গ্রামের জৈনিক ব্যক্তির ছেলে।
এ ঘটনা ছাত্রটির বাবা সন্তানের  নিকট ও অন্য ছাত্রদের মাধ্যমে জানার পর পরিচালনা কমিটিকে জানায়। পরিচালনা কমিটি বিষয়টির  সুষ্ঠ সমাধান না করায় ও শিশু (৯)দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করে।মামলা দায়ের পর তাৎক্ষনিক ভাবে  ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জিয়াউল আলম সঙ্গীও ফোর্স সহ পলাশবাড়ী থানার  মুরালীপুর গ্রামের নিজ বাড়ী থেকে আব্দুল্লাহ(২৫) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত হুজুর(শিক্ষক)  আব্দুল্লাহ  পলাশবাড়ী উপজেলা মুরালীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
তাকে আটকের বিষয়ে সাদুল্লাপুর থানা ইনচার্জ প্রদীপ কুমার বলেন,অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয়েছে।  আগামীকাল শিশুটির ডাক্তারি পরীক্ষার পর বিজ্ঞ আদালতে জবানবন্দি রেকর্ড করা হবে। আসামী আব্দুল্লাহ্ কে জেল হাজতে পাঠানো হবে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |