ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি: সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ও ভারতীয় ১৭১ বিএসএফ কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সাথে বালিয়াডাঙ্গি রতœাই সীমান্ত পিলার ৩৮২/২-এস এর নিকট এই অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হোসেন, ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাকেশ সিনহা। এছাড়া ৩০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেমসহ বিএসএফ এর কোম্পানী কমান্ডার ও বিওপি/ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রন, যেন কোন প্রকার গুলি বর্ষণ, চোরাচালান, মাদক পাচার ও মানব পাচার সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করার ব্যাপারে উভয়ে একমত পোষন করেন।

এ ছাড়া বিএসএফ সকল প্রকার সীমান্ত অপরাধ কঠোর হস্তে দমনের পাশাপাশি পরস্পরের সহযোগিতা বজায় রাখার বিষয়ে এক মত পোষন করেন। পরিশেষে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক শেষ হয়।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |