ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি: সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ও ভারতীয় ১৭১ বিএসএফ কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সাথে বালিয়াডাঙ্গি রতœাই সীমান্ত পিলার ৩৮২/২-এস এর নিকট এই অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হোসেন, ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাকেশ সিনহা। এছাড়া ৩০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেমসহ বিএসএফ এর কোম্পানী কমান্ডার ও বিওপি/ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রন, যেন কোন প্রকার গুলি বর্ষণ, চোরাচালান, মাদক পাচার ও মানব পাচার সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করার ব্যাপারে উভয়ে একমত পোষন করেন।

এ ছাড়া বিএসএফ সকল প্রকার সীমান্ত অপরাধ কঠোর হস্তে দমনের পাশাপাশি পরস্পরের সহযোগিতা বজায় রাখার বিষয়ে এক মত পোষন করেন। পরিশেষে সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক শেষ হয়।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |