ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জের ছাতকে বিদেশী মদের চালান সহ আটক এক

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ৩৪৭পিস বিদেশী মদ সহ একজন কে আটক করেছে ছাতক থানা পুলিশ ।শনিবার রাতে বড়কাপন এলাকা থেকে বিদেশী মদ সহ তাকে আটক করা হয়। পুলিশ জানায় পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় ছাতক থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান সঙ্গীয় চৌকস পুলিশের একটি আভিযানিক দল সাথে নিয়ে বড়কাপন এলাকা থেকে ৩৪৭ বোতল বিদেশী মদ সহ সিলেট আখালিয়া এলাকার মৃত রহমত আলী মিনজা মিয়ার ছেলে মোঃকামরান ৩৫ কে আটক করা হয়। আটক নিস্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক বিরোধি বিশেষ অভিযানের অংশ হিসাবে

গোপন সংবাদের বিত্তিতে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম ও জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন ও অন্যান্য অফিসার ফোর্স সহ ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কামরান(৩৫), পিতা-মৃত রহমত আলী মিনজা মিয়া, সাং-আখালিয়া (ধানুহাটা) থানা-সিলেট সদর কোতয়ালী), জেলা-সিলেট কে আটক করা হয়, বর্তমান সাং-দক্ষিণ বড়কাপন(মোছাব্বির এর ভারাটিয়া ঘর) কে ভারতীয় সর্ব মোট ৩৪৭(তিন শত সাতচল্লিশ) বোতল Officer`s Choice PRESTIGE WHISKY ও Mc Dowell`S NO1 RESERVE WHISKY মদ, যাহার সর্ব মোট মূল্য অনুমান- ২,৬১,৫০০/-(দুই লক্ষ একষট্টি হাজার পাঁচশত) টাকা করি। পরবর্তীতে ছাতক থানার মামলা নং-২৩, তারিখ-২২/০১/২০২২ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(গ)/৪০/৪১ ধারায় রুজু করে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |