ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোহাগ অটোরাইস মিলের নিম্মমানের চাল ভারতের উন্নতমানের নুরজাহান ব্রান্ডের বস্তায় বাজারজাত

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদি ব্রিজের পচ্চিম পাশ এলাকায় মেসার্স সোহাগ অটোরাইস মিলের নিম্নমানের চাল ভারতের উন্নতমানের নুরজাহান ব্রান্ডসহ কয়েকটি নামীও ব্রান্ডের বস্তায় চাল ভরে বিক্রির মাধ্যমে প্রতারণার করে আসছে। সরেজমিনে দেখা যায়, জেলার কর্মরত সাংবাদিকগন মেসার্স সোহাগ অটোরাইস মিল মালিকের ছেলে স¤্রাট ফকিরের কাছ থেকে অনুমতি নিয়ে অনুসন্ধান করতে গেলে দেখতে পাওয়া যায়, মিলের মধ্যে বিভিন্ন ব্রান্ডের বস্তা ভরা চাল রয়েছে। নিউজের জন্য ফুটেজ নিতে গেলে মিলের ম্যানেজার নিখিল ভক্ত কর্মরত সাংবাদিকদের বাধা প্রদান ও খারাপ আচরন করে। এক পর্যায় মিল মালিকের ছেলে সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে। তবে সোহাগ অটোরাইস মিলের মধ্যে ভারতের উন্নতমানের নুরজাহান ব্রান্ড, দেশীয় এরফান ব্রান্ডের জোরা কবুতর ও ইফাদসহ দেশ/বিদেশের বেশ কয়েকটি নামীয়ও ব্রান্ডের নাম ব্যবহার করে নিম্মমানের চাল ভরে বাজারজাত করে আসছে।সরেজমিনে আরও জানা যায়, কামালদী ব্রিজের পচ্চিম পাশ দিয়ে সুতারকান্দী গ্রামে যাতায়েতের মুল রাস্তার উপরই গড়ে উঠেছে এই সোহাগ অটোরাইস মিল। তবে অটোরাইস মিলের মালিক হালিম ফকির কৌশলে মিলের উত্তর পাশ দিয়ে যাতায়েতের রাস্তা দেন।সোহাগ অটোরাইস মিলের মালিক আঃ হালিম ফকিরকে উপস্থিত পাওয়া না গেলে মুঠো ফোনে জানতে চাইলে উক্ত বিষয় নিয়ে সঠিক উত্তর না দিয়ে পরে কথা বলবো বলে ফোন রেখে দেয়। এব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, মেসার্স সোহাগ অটোরাইস মিলের নাম ছারা অন্য কোন ব্রান্ডের বস্তায় চাল ভরে বাজারজাত করা অনৈতিক ও ভোক্তা আইন অনুযাই দন্ডনীয় অপরাধ। সোহাগ অটোরাইস মিলে অন্য কোন ব্রান্ডের বস্তা পাওয়া গেলে, আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |