ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নপূরণের পথে বিমানে যুক্ত হচ্ছে অত্যাধুনিক উড়োজাহাজ

স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ালাইন্স।  অত্যাধুনিক উড়োজাহাজ বোয়িংয়ের ড্রিমলাইনার যুক্ত হতে যাচ্ছে সংস্থাটির বহরে। চতুর্থ প্রজন্মের আধুনিক সংস্করণের উড়োজাহাজটি সংযোজনে দেশের বিমান সংস্থাগুলোর মধ্যে বেশ এগিয়ে থাকবে বিমান।

আগামী ১৯ আগস্ট (রোববার) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বিমান বাংলাদেশর প্রথম ড্রিমলাইনার উড়োজাহাজ বোয়িং ৭৮৭। ‘আকাশবীণা’ নামে যার নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবতরণরে পর বিমানবন্দরে ড্রিমলাইনারকে স্বাগত জানানো হবে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেল পৌনে ৫টায় আকাশবীণা ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। এরপরই আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

বিমান কর্তৃপক্ষ জানায়, দেশে আসার পর কাস্টমস ক্লিয়ারেন্স, উড়োজাহাজের রেজিষ্ট্রেশনসহ কিছু প্রক্রিয়া শেষ করতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে। এরপর ১ সেপ্টেম্বর ঢাকা-সিঙ্গাপুর রুট দিয়ে প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে ‘আকাশবীণা’। ড্রিমলাইনারে মোট আসন রয়েছে ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাসের আসন ২৪টি। এটির মাধ্যমে বিশ্বের অন্য এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বিমানের। একইসঙ্গে যাত্রীরা পাবেন আধুনিক প্রযুক্তির সব ধরনের সেবা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চারটি উড়োজাহাজের নাম দিয়েছেন। নামগুলো হচ্ছে; আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। ২০০৭ সালের ৮ জুলাই প্রথম ড্রিমলাইনার সরবরাহ শুরু করে বোয়িং।

এদিকে, গত জুলাই মাসে আকাশবীণা ইংল্যান্ডের ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশো অংশ নেয়। এয়ারশোতে ড্রিমলাইনারের বর্নাঢ্য অ্যাক্রোবেটিক শো উপস্থিত হাজারো দর্শনার্থীকে মুগ্ধ করে। এই উড়োজাহাজ পরিচালনায় ১৪ জন বৈমানিককে চূড়ান্ত করা হয়েছে। যাদের সকলেই জাতীয় এয়ারলাইন্সের সবচেয়ে দক্ষ ও জৈষ্ঠ্য বৈমানিক। এছাড়া সহ-বৈমানিক হিসেবে তৈরি হচ্ছে আরো ১০ জন ফার্স্ট অফিসার।

২০০৮ সালে বিমান চারটি ড্রিমলাইনারসহ মোট ১০টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং এর সঙ্গে। চুক্তি অনুযায়ী এরই মধ্যে তারা বোয়িং ৭৭৭-৩০০ ইআর এর চারটি এবং বোয়িং ৭৩৭-৮০০ এর দুটি সহ মোট ৬টি উড়োজাহাজ বিমানকে সরবরাহ করেছে। ড্রিমলাইনারের দ্বিতীয় উড়োজাহাজটি নভেম্বরে এবং বাকি দুটি আসবে আগামী বছরের (২০১৯) সেপ্টেম্বরে।

কেনো অত্যাধুনিক বলা হচ্ছে..?

ড্রিম লাইনার ৭৮৭ মডেলটি অপেক্ষাকৃত নতুন। এটি দুই ইঞ্জিন বিশিষ্ট এবং মাঝারি আকৃতির একটি বিমান। প্রকার ভেদে ৩টি শ্রেণিতে বিমানটি ২৪৫ থেকে ৩৩৫ জন যাত্রী পরিবহন করতে সক্ষম। এর উড্ডয়ন প্রক্রিয়া প্রায় পুরোটাই বোয়িং ৭৭৭ এর সাথে মিল রেখে তৈরি করা। এজন্যে ৭৭৭ এর পাইলটরা কোন রকম প্রশিক্ষন ছাড়াই ড্রিম লাইনার চালাতে পারবেন।

ড্রিম লাইনার ৭৮৭ বিমানটির সবচাইতে বড় বিশেষত্ব হল এটি একই রকম অন্যান্য বিমানগুলোর চাইতে কম তেল খরচে চলতে সক্ষম। এর আগের মডেল বোয়িং ৭৬৭ এর চাইতে ড্রিম লাইনার ৭৮৭ কমপক্ষে ২০% কম তেল খরচে চলতে পারে। এছাড়া এই বিমানে সন্নিবেশ করা হয়েছে আরও অত্যাধুনিক কিছু প্রযুক্তি যেমন ইলেক্টিক্যাল ফ্লাইট সিস্টেম, চার প্যানেল বিশিষ্ট উইন্ডশিল্ড, শব্দ নিরোধি শেভরন ইত্যাদি।

বোয়িং ড্রিম লাইনার ৭৮৭ সম্পর্কিত কিছু চমপ্রদ তথ্য:

ড্রিমলাইনার সবচাইতে পরিবেশ বান্ধব বিমান। প্রথমত এর তেল খরচ অন্যান্য বিমান থেকে ২০% কম। দ্বিতীয়ত, এটাই প্রথম এয়ারক্রাফট যার এয়ার ফ্রেম তৈরিতে কম্পজিট উপাদান ব্যাবহার করা হয়েছে।

একটি খালি ড্রিমলাইনার ৭৮৭ এর ওজন ১১৭,৬১৭ কিলোগ্রাম, যা ২৯টি হাতির ওজনের সমান। বিমানটি ১৮৬ ফুট লম্বা। ২ পাখার প্রশস্ততা ১৯৭ ফুট। উচ্চতা মাটি থেকে ৫৬ ফুট। এর গড় গতিবেগ ঘণ্টায় ৬৫০ কিলোমিটার।

এ পর্যন্ত ১০৫৭টি ড্রিম লাইনারের অর্ডার দেয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে। জাপানের অল নিপ্পন এয়ার সর্বপ্রথম ড্রিমলাইনার তাদের বহরে সংযুক্ত করে।

ড্রিম লাইনার ৭৮৭ এর যাত্রীদের জন্য বিশেষ সেবা সমূহ:

নতুন ড্রিমলাইনার গুলোতে যাত্রীদের জন্য ফ্লাইট চলাকালীন সময়ে ইন্টারনেট ব্যবহার ও ফোন কল করার মত সুবিধাগুলো থাকবে যেগুলো আগে ছিল না। যাত্রীরা ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস সহ যাবতীয় ইন্টারনেট ফিচার সমূহ উপভোগ করতে পারবেন।

যাত্রীরা থ্রিজি গতি সম্পন্ন ফ্রি ওয়াই ফাই সুবিধা উপভোগ করতে পারবেন। বিমান বাংলাদেশের পক্ষ থেকে যাত্রীদের ফ্রি ২০ মেগাবাইট ডাটাও প্রদান করা হবে। এছাড়া যাত্রীরা বিবিসি ও সি এন এন সহ ৯টি চ্যানেলের লাইভ সম্প্রচার উপভোগ করতে পারবেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |