ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরগামী সড়ক নয় যেনো মৃত্যু ফাঁদ

 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা সদর হতে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা সদর হয়ে হরিপুর উপজেলা সদর গামী পাকা সড়কটি আঞ্চলিক মহা সড়কে উন্নীতকরণ এখন সময়ের দাবীতে পরিণত হয়েছে। এলাকা বাসী মনে করেন হয়তো রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে সড়ক উন্নয়নের বিষয়টি বছরের পর বছর ঝুলে আছে ।ঠাকুরগাঁও-পীরগঞ্জ-রা­ণীশংকৈল-হরিপুর সড়কটি ঠাকুরগাঁও জেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম সড়ক। অভ্যন্তরীন রুটের যাত্রীবাহী বাস সহ কোচ, ট্রাক, মিনি ট্রাক ও থ্রি হুইলার মিলে কয়েকশত যানবাহন প্রতিদিন এই সড়কে চলাচল করছে। ধারনা করা হয় এত বিপুল সংখ্যক যানবাহন জেলার অন্য কোন অভ্যন্তরীন রুটে চলাচল করেনা। কিন্তু সড়কের বেশির ভাগ অংশ মাত্র ১২ফিট চওড়া হওয়ায় দুটি গাড়ি মুখোমুখি অতিক্রম করতে কিংবা পিছনের গাড়িকে সাইড দিতে গিয়ে উভয় গাড়ির এক সাইডের চাকা কাঁচা রাস্তায় নামাতে হয়। দেখা যায় অনেক স্থানে রাস্তার দু’পাশের মাটি না থাকায় গর্তের সৃষ্টি হয়েছে, এবং কোন কোন স্থানে পাকা রাস্তা ভেঙ্গে গিয়ে রাস্তা উচু-নিচু হওয়ায় অন্য যানবাহনেকে সাইড দেওয়া বিপদ জনক হয়ে পড়েছে। সড়কটি চওড়া করার জন্য দীর্ঘদিন থেকে দাবী জানানো হলেও কোন কাজ হচ্ছে না।পীরগঞ্জ রানীশংকৈল ও হরিপুর এলাকাবাসীরা বলেন, আমরা সব সময় অবহেলার পাত্র হয়েই থাকলাম।অভিজ্ঞ মহল মনে করেন, ঠাকুরগাঁও জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুরের সড়কটি, চওড়া না হওয়ার পিছনে রাজনৈতিক কারণ রয়েছ। ফলে এসব বিরোধী দলীয় অথবা জোট-মহাজোটের শরীক ছোট ছোট দলের সংসদ সদস্যগণ ক্ষমতাসীনদের নিকট থেকে এলাকার উন্নয়নের জন্য বড় ধরনের কোন প্রকল্প অনুমোদন করাতে পারেন না। তাই জেলার সব চেয়ে ব্যস্ততম সড়কটির উন্নয়ন ও ভোটের রাজনীতির হিসাব নিকাশে আটকে আছে। সব সরকার সকল অঞ্চলের সুষম উন্নয়নের কথামুখে বললেও স্থানীয় সংসদ সদস্য সরকারী দলের না হওয়ায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ-রা­ণীশংকৈল-হরিপুর সড়কটি আঞ্চলিক মহা সড়কে উন্নীত হচ্ছে না । রাস্তাটি যেন অগ্রাধিকার ভিত্তিতে চওড়া করা হয় সে জন্য প্রধাণ মন্ত্রী সড়ক ও সেতু মন্ত্রীর কাছে জোর দাবি জানান এলাকা বাসী ।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |