ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে নিহত ২, নিখোঁজ ১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হলেও সে নিখোঁজ রয়েছে।
জানা গেছে, বুধবার সকালে সীমান্তের ৯০৭ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগীতায় গরু আনতে যায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল। এ সময় ভারতীয় কুচবিহার জেলার শিতাই থানার ধুমেরখাতা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিতে পূর্ব আমঝোল এলাকার ওসমান আলীর পুত্র সুরুজ হোসেন (২১) ও একই গ্রামের শাহজাহান আলীর পুত্র সুরুজ আলী (৩০) -সহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের অন্য সঙ্গীরা তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুরুজ হোসেন (২১) ও ওসমান আলীর পুত্র সুরুজ আলী (৩০) মারা যায়। অপর একজন গুরুত্বর আহতাবস্থায় গোপনে রংপুরের চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, ‘বাহিনী বিএসএফ’র গুলিতে পূর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর পুত্র সুরুজ হোসেন (২১) ও একই এলাকার ওসমান আলীর পুত্র সুরুজ আলী (৩০) নিহত এবং অপর একজন গুরুত্বর আহত অবস্থায় গোপনে রংপুরের চিকিৎসা নিচ্ছে বলে জেনেছি। এছাড়া অন্য গরুপারাপারকারীদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের সর্ম্পকে সীমান্তবাসীও কোনো তথ্য দিতে পারছে না।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র লালমনিরহাট অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম বলেন, ‘আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফ’র সাথে যোগাযোগ করে পাতাকা বৈঠকের চেষ্টা চলছে।’

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |