ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খোলা খাবার

ঠাকুরগাঁও প্রতিনিধি:- দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। জেলাটির পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় ভারতের সীমান্ত ঘেঁষা। আর উত্তরে সবশেষ জেলা পঞ্চগড়। সে কারনে চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল।
হাসপাতালে একেক জনের রোগের ধরন একেক রকম। আর রোগীদের বেড পাশাপাশি হওয়ায় সম্ভাবনা থাকে সংক্রমনের। আর এসব কিছুর তোয়াক্কা না করে হাসপাতালের ভেতরে বিক্রি হচ্ছে খোলা খাবার৷
রোববার সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পাঁচ তলায় বাম হাতে নারকেলের খোলা ট্রে নিয়ে মেডিসিন বিভাগে প্রবেশ করলেন এক ফেরিওয়ালা। আর মুখ দিয়ে নারকেল নারকেল করে করছেন তার ব্যবসার প্রচারণা। আর রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্রি করছেন ১০ টাকা মূল্যের খোলা নারকেলের অংশ। রোগী ও হাসপাতালে থাকা স্বজনেরাও কিনছেন বেশ সানন্দে। কাছে গিয়ে ফেরিওয়ালা পরিচয় ও ছবি তুলতে গেলে দ্রুত হাসপাতাল থেকে চলে যান তিনি৷
হাসপাতালের ভেতরে খোলা খাবার বিক্রি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা ইফতেখায়রুল ইসলাম সজীব বলেন, খোলা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আর হাসপাতালের ভেতরে খাওয়া আরো বেশী ঝুকিপূর্ণ। এতে করে পেটে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে৷ আর হাসপাতালে এমনি নানা রোগী নানা অসুবিধা নিয়ে আসেন। খোলা খাবার খেলে রোগী ও তার সাথে থাকা স্বজনরাও বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ভেতরে যাতে করে কেউ খাবার বিক্রি করতে না পারে সেজন্য গার্ড রাখা হয়েছে৷ তাদের অগোচরে হয়তো প্রবেশ করেছে।
বিক্রেতাদের অনেকবার বাধা দেওয়া হয়েছে৷ আমরা বিষয়টিতে আরো সচেতন হব। তবে যারা কিনছেন তাদেরও সচেতন হওয়া জরুরি।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |