ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৭ সালে চট্টগ্রাম জেলায় যক্ষ্মা রোগী সনাক্ত হয় ১৫,৫৩৫ জন, শিশু ৮০৫ জন

চট্টগ্রাম ব্যুরো: ২০১৭ সালে চট্রগ্রাম জেলায় যক্ষ্মা রোগী সনাক্ত হয় ১৫,৫৩৫ জন, শিশু যক্ষ্মা রোগী সনাক্ত হয় ৮০৫ জন। এই সংখ্যাকে দ্বিগুন করা প্রয়োজন। চিকিৎসা প্রাপ্ত রোগীদের সাফল্যের হার ৯৫% যা প্রশংসার দাবীদার কিন্তু ঔষধ প্রতিরোধী যক্ষ্মা রোগীর সংখ্যা ৮১ জন যা মোটেই কাম্য নয়।গতকাল শনিবার চট্টগ্রামে সমন্বিত উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় চট্রগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা.এ এম মজিবুল হক এসব কথা বলেন। ’’নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল চট্রগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করে পরিচালক (স্বাস্থ্য) চট্রগ্রাম বিভাগ এর কার্যালয়, সিভিল সার্জন কার্যালয় এবং উন্নয়ন সহযোগী সংস্থা সমূহ। সমন্বিত উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস এর একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক লোকের এই বিশাল বর্ণাঢ্য র‌্যালিটি চট্রগ্রাম সিভিল সার্জন কার্যালয় হতে শুরূ হয়ে শহরের গুরূত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেয়ে থিয়েটার ইনস্টিটিউট চট্রগ্রামে এসে শেষ হয়। ঘোড়ার গাড়ী ও ব্যান্ড পার্টির সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালিটি বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.এ এম মজিবুল হক। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন চট্রগ্রাম ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.এ এম মজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট চট্রগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.অসীম কুমার নাথ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর চট্রগ্রাম বিভাগীয় টিবি এক্সপার্ট ডা. বিশাখা ঘোষ,নাটাব চট্রগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম.এ সবুর, ব্র্যাকের চট্রগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক জনাব সঞ্জয় কুমার পাল, নিষ্কৃতির প্রকল্প পরিচালক ডা.রেনুকা আলম। স্বাগত বক্তব্য রাখেন চ্যালেঞ্জ টিবির বিভাগীয় সমন্বয়ক জনাব মোঃ নিজামুল ইসলাম। আলোচনা সভা সঞ্চালন করেন সিভিল সার্জন কার্যালয় চট্রগ্রামের এমওডিসি ডা.মোঃ নুরূল হায়দার।সভার সভাপতি চট্রগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এ বছরের প্রতিপাদ্য বিষয়টি যথার্থ্য, অর্থাৎ যক্ষ্মা নির্মূলে বলিষ্ঠ সক্রিয় নেতৃত্বের বিকল্প নেই। তাই যক্ষ্মা নির্মূলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে এ লক্ষ্যে সবাইকে বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে আগামী দিনে এগিয়ে আসতে হবে।মূল প্রবন্ধ উপস্থাপক বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ ডা.কৃষ্ণ স্বরূপ দত্ত তার বক্তব্যে বিশ্ব যক্ষ্মা দিবসের উদ্দ্যেশ্য ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন এবং চট্রগ্রাম জেলার যক্ষ্মা বিষয়ক বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করেন। বিশ্ব যক্ষ্মা দিবসের বিভিন্ন বার্তা সম্বলিত নান্দনিক ক্যাপ ও টি শার্ট পরিহিত বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধি ও সদস্যগণ নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার ও ফেস্টুন সহ এই র‌্যালিতে অংশগ্রহন করেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |