ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৭ তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা সাহিত্যের নিবেদিত কর্মী আযাদ কামাল

আ:রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: আযাদ কামাল।কলেজ শিক্ষক, কবি, গীতিকার ও সংগঠক।টাঙ্গাইল থেকে প্রকাশিত ‘মাসিক সময়ের সাহিত্যকন্ঠ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ।টাঙ্গাইলের সাহিত্য অঙ্গনে অত্যন্ত পরিচিত ব্যাক্তি ।সাহিত্য জগতে যারা উজ্জল অবস্থান সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন,তিনি তাদের অন্যতম।সাহিত্য চর্চা যেন তার জীবনের একটি অঙ্গীকার।সাহিত্যের সকল শাখায় বিচরণে প্রয়াসী আযাদ কামাল কবি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন।কিছু কিছু ক্ষেত্রে রাখতে চান অসামান্য সাফল্য।বিশেষ করে টাঙ্গাইলের সাহিত্যের প্রতি রয়েছে তার মমত্ববোধ ।তিনি বিভিন্ন স্থানে দল বেঁধে সাহিত্য আসরে অংশগ্রহনে মুন্সীয়ানা দেখিয়েছেন।এ কাজে কুড়িয়েছেন আয়োজকদের প্রশংসা ।সর্বোপরি আযাদ কামাল হচ্ছেন সাহিত্যের নিবেদিত প্রাণ একজন কর্মী।
আযাদ কামালের জন্ম ৩ জানুয়ারি ১৯৭৬ সালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এম.গলগন্ডা গ্রামে।পিতা মির্জা সৈয়দ আলী, মাতা সবজান বেগম।তার শিক্ষা জীবন বোধহয় আর পরিচিত করার কিছু নেই ।অনেকেই যেনে গেছেন যে ,তিনি বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ এমএ পাস করে অধ্যাপনা পেশায় নিয়োজিত আছেন। পাশাপাশি সাহিত্যচর্চা করছেন।প্রকাশ করেছেন বেশ কয়েকটি গ্রন্থ ।তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে ‘স্বপ্নের ভেতরে এক স্বপ্ন’, ‘ঘাসফুল কিংবা শ্রাবণের জল’ (কবিতা)।‘মুগ্ধ হাসে ফোকলা দাঁতে’(ছড়া) ।এ ছাড়া ঘাটাইলের কবি ও কবিতা (সম্পাদিত)সহ আরো কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
আযাদ কামালের সাহিত্যচর্চা কেন্দ্র টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার।এছাড়া টাঙ্গাইল সাহিত্য সংসদ,ঘাটাইল সাহিত্য পরিষদসহ আরো কিছু সাহিত্য সংগঠনের সাথে জড়িত রয়েছেন ।এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নিয়মিত সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন।বিভিন্ন বিষয়ে নতুন আঙ্গিকে লেখার চেষ্টা করছেন।বলতে হয় সাহিত্য ক্ষেত্রে তার অবদানই তাকে উচ্চ আসনে নিয়ে যাবে।যতই দিন যাচ্ছে তিনি সাহিত্য অঙ্গনে ততই গুরুত্বপুর্ণ হয়ে ওঠছেন।আমরা অনেকেই জানি ষাট দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব আযাদ কামালের অভিবাবক।শুধু আযাদ কামাল কেন বর্তমানে টাঙ্গাইলে যারা সাহিত্য চর্চা করছেন তাদের সকলেই গুরু তিনি।আপনারা জানেন,অনেক দেশ বিখ্যাত ব্যাক্তি তাঁকে শ্রদ্ধা করেন।এ গুণী মানুষটির স্নেহ ছায়াতেই আযাদ কামাল সাহিত্য চর্চা করছেন।বুলবুল খান মাহবুবের অকৃতিম স্নেহ ও উৎসাহের কারণে আযাদ কামালের সাহিত্য চর্চা গতিময়তা পেয়েছে।
গ্রাম থেকে তিনি পুরোদমে সাহত্যি চর্চা করতে পারবেন না।তাই তিনি গ্রাম ছেড়ে চলে গেছেন টাঙ্গাইল শহরে।এখানে অগ্রজ কবি লেখকদের সাথে ন্যায় ভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষে সাহিত্য সম্প্রসারণে কাজ করছেন।হয়ে ওঠেছেন টাঙ্গাইলের স¦নামখ্যাত কবি সাহিত্যিকদের প্রিয়ভাজন।কবিতা পাঠের আসরসহ সাহিত্যের যে কোন আড্ডায় থাকে তার সরব উপস্থিতি ।বিশেষ করে সময়ের সাহিত্য কন্ঠ নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করে অগ্রজদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।আপনারা জানলে খুশি হবেন অনেক সাহিত্য বোদ্ধা সময়ের সাহিত্য কন্ঠের উচ্চসিত প্রসংশা করেছেন।তাদের দৃষ্টিতে অল্প সময়েই পত্রিকাটির সুনাম অর্জিত হয়েছে।
মাসিক সময়ের সাহিত্য কন্ঠকে আযাদ কামাল দেশের বিভিন্ন প্রান্তের শিল্পবোদ্ধা, সাহিত্যানুরাগী, সাহিত্যসংগ্রাহক ও সমালোচকসহ নবীন-প্রবীণ লেখকদের মিলন মেলায় পরিণত করতে চান।সচেতন সমাজ নির্মাণে সাহিত্য কন্ঠকে হাতিয়ার হিসেবে প্রয়োগ করতে চান ।নিঃসন্দেহে সে পথেই হাঁটছেন তিনি।তবে ইদানীং লক্ষ করছি পত্রিকাটির সহ-সম্পাদকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।এটি এক ধরনের হীনমন্যতা,যা ক্ষতিকর ।সুতরাং শুভক্ষণে বলবো,এ বিষয়ে সচেতন থাকা বাঞ্ছনীয়’।অকুন্ঠ চিত্তে স্বীকার করছি আযাদ কামালের অক্লান্ত শ্রমেই পত্রিকাটি নিয়মিত প্রকাশ হয় ।তবে তার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ও আমি সম্মান জানাতে চাই ।
আলোচনার মূল প্রসঙ্গে পূর্ণরায় এভাবে ফেরা যায়।আযাদ কামাল সাহিত্য চর্চা করেন নিজস্ব শৈলীতে ।সমাজ থেকেই উৎসারিত হয় তার কবিতার বোধ।্উঠে আসে চিত্রকল্প,কিন্ত সরাসরি সমাজের বিবরণ নয়।ছোট ছোট পঙক্তি বা এক-একটি সহজ-সরল শব্দের মধ্য দিয়ে একটি বৃহত্তর আবহ তৈরি করে নিতে পারেন তিনি।সমাজের মানুষ ক্রমশ চলে যাচ্ছে নিরাপত্তাহীনতার দিকে ।গভীর শুন্যতার দিকে । সেই শুন্যতা, সেই নিরাপত্তাহীনতার কথা আযাদ কামাল খুব সহজে ফুটিয়ে তোলতে পারেন।তার লেখা পড়ে একজন পাঠক হিসেবে আমার এমনি মনে হয়েছে।
আযাদ কামাল পেয়েছেন টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ছাড়াও বেশ কয়েকটি সম্মাননা ।সর্ব বিবেচনায় তিনি এই সময়ের টাঙ্গাইলের একজন শক্তিমান সাহিত্যের কর্মী ।সাহিত্য চর্চায় ধরে রেখেছেন নিজের জন্ম ভিটা ঘাটাইলের স¦নামখ্যাত কবিদের আদর্শ।সৃজনশীল কর্মকান্ডে তিনি সদা সক্রিয় ।যুগ যুগ তিনি সাহিত্য চর্চার সুযোগ পান এ প্রত্যাশা তার ৪৭ তম জন্মবার্ষিকীতে ।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |