ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬ দফা দাবীতে ফুলবাড়ীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি’র মানব বন্ধন

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফ পি অই) ও পরিবার কল্যান সহকারীরা (এফ ডাবলু এ) ৬ দফাদাবী আদায়ের লক্ষ্যে মানব বন্ধন করেন।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় গতকাল সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী থানাস¦াস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফ পি অই) ও পরিবার কল্যান সহকারীরা (এফ ডাবলু এ) ৬ দফাদাবী আদায়ের লক্ষ্যে ঘন্টা ব্যাপী এই মানব বন্ধন করেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সহ-সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, ফুলবাড়ী শাখার সভাপতি মোকাদ্দেছুর রহমান কাজল, সহ-সভাপতি চাঁদ সুলতানা, সাধারন সম্পাদক নবীউল ইসলাম, সাংগঠনীক সম্পাদক মোর্শেদুল আলম, প্রচার সম্পাদক হাবীবুর রহমান, কোষাদক্ষ উম্মে কুলসুম, সদস ফাতেমা জান্নাতপ্রমুখ। মানব বন্ধনে ৬জন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফ পি অই) ও ১৭জন পরিবার কল্যান সহকারীর (এফ ডাবলু এ) অংশগ্রহন করেন।

মানব বন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) তৌহিদুর রহমানের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ৬ দফাদাবী সম্মিলিত একটি স্বারকলিপি প্রেরন করেন।

৬ দফাদাবীর মধ্যে রয়েছে, নিয়োগ বিধি বাস্তবায়ন, পরিবার পরিকল্পনা কর্মসুচি উন্নয়নের সার্থে মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে (এফ পি অই) ও (এফ ডাবলু এ) দের স্বাস্থ বিভাগিয় সকল প্রকার কাজ থেকে বিরত রাখেতে হবে, (এফ ডাবলু এ) দের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, (এফ পি অই) ও (এফ ডাবলু এ) দের পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারন করতে হবে, (এফ পি অই) দের সিলেকশন গ্রেড নিশ্চিত করতে হবে এবং পুর্বে প্রচলিত বিধান মোতাবেক (এফ ডাবলু এ) দের বক (এফ ডাবলু ভি) পদে ইনসার্ভিস ট্রেনিং এর সুযোগ ও ডেপুটেশনের মাধ্যমে পদায়নের ব্যাবস্থা নিশ্চত করতে হবে।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |