ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি।নীলফামারীর  চিলাহাটি বাজারে এক সপ্তাহ থেকে ড্রেনের ময়লা পানি জমে থাকায় সীমাহীন দুর্গন্ধে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘ কয়েক বৎসর থেকে ট্রেনগুলি সংস্কারের অভাবে পানি নিষ্কাশন না হওয়ায় ড্রেনের পানি ফুলে বাজারে রাস্তাটি ময়লা পানি দিয়ে ভরে যায়। দুর্গন্ধযুক্ত ময়লা পানি পেরিয়ে হাট-বাজার করতে আসা সর্বস্তরের মানুষজন সহ ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়লেও সংস্কারে উদ্যোগ নেয়নি কেউ। নিরুপায় হয়ে আবর্জনা যুক্ত ময়লা পানি পেরিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাট বাজার করতে আসা মানুষদের চলাচল করতে হচ্ছে।। এই পানি পেরিয়ে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে হয়। ময়লা যুক্ত পানির পাশে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিকিকিনি করে আসছে অনেকেই। এ সমস্ত ব্যবসায়ীরা জানেন না স্বাস্থ্যসম্মত পরিবেশ কাকে বলে। স্থানীয় ব্যবসায়ী ও বাজারের লোকজন বলেন, নিয়মিত বাজারের ড্রেনগুলি পরিষ্কার না করায় ড্রেনগুলি আবর্জনা দিয়ে বন্ধ হওয়ায় পানি নিষ্করন হতে পারছে না। হোটেলের পচাবাসী খাদ্যদ্রব্যর ময়লা পানি সহ আশপাশের বাড়ির টয়লেট বাথরুমের ময়লা পানি ড্রেনে এসে পড়ে। এই সমস্ত পানি গুলি নিষ্করণ হতে না পেরে ময়লাযুক্ত পানি বাজারের রাস্তা ভরে যায়। অনেকের অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে অদ্যবধি কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে স্থানীয় ব্যবসায়ী,, বাজার করতে আসা সাধারণ জনতা, মসজিদের মুসল্লী,স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সীমাহীন দুর্ভোগের কবলে পড়তে হয়। ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে ড্রেনগুলি জরুরী ভিত্তিক সংস্কার করা হবে। চিলাহাটি বাজারের ড্রেনগুলি অতি পুরাতন ও সংকীর্ণ হাওয়ায় পানি নিষ্করণ হতে পারছে না। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আধুনিক ড্রেন নির্মাণের একান্ত প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার পুবন আক্তার বলেন, জরুরী ভিত্তিক চিলাহাটি বাজারের ড্রেনগুলি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। যাহাতে জনসাধারণ এ দুর্ভোগের হাত থেকে রেহাই পান।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |