বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল আটক


নিউজ ডেক্স : বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে তাকে আটক করা হয়।
বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষ করার পরে বেরিয়ে যাবার সময় আলাল আটক হন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সকালে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়। বেলা ১১ টায় কর্মসূচি শুরু হবার কথা থাকলেও সোয়া দশটা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে ভীড় করেন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।