নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার


মহিদুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ১৯ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর সড়কপাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে নবাব আলী (৩৬) ও সদর ইউনিয়নের হাটুয়া আলাইপুর গ্রামের নারায়ন চন্দ্রর ছেলে ফটিক চন্দ্র মহন্ত (৫৬)।
মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে উপ-পরির্দশক (এসআই) আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।