যশোরে পুলিশের হাতে ইয়াবাসহ দু’বহনকারী গ্রেফতার

যশোর অফিস :
কোতয়ালি মডেল থানা পুলিশ শহরের দু’টি স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদকবহনকাীকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, শহরের সিটি কলেজপাড়া বউ বাজার চকলেট ফ্যাক্টরীর পার্শ্বে মৃত আব্দুল হামিদের ছেলে ইলিয়াস ও সদর উপজেলার শেখহাটি দক্ষিণ পাড়া গোলাম হোসেনের বাড়ির ভাড়াটিয়া শাহাজাহান আলীর ছেলে অমিত হাসান।
কোতয়ালি মডেল থানার এএসআই রাজন গাজীসহ একদল পুলিশ শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের মনিহার সিনেমা হলের সামনে থেকে ইলিয়াস হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪৮পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপর দিকে,কোতয়ালি মডেল থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাসসহ একদল পুলিশসকাল পৌনে ১১ টায় উপশহর নিউ মার্কেট শিশু হাসপাতালের সামনে থেকে অমিত হাসানকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১৫পিস ইয়াবা উদ্ধার দেখায়। মাদকসহ গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় দু’টি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।